ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতা গুলিবিদ্ধ

কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্রলীগ নেতার বাড়িঘর ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জুন ২০১৫

কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্রলীগ নেতার বাড়িঘর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ জুন ॥ সদর দক্ষিণে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা দফায় দফায় হামলা চালিয়ে আওয়ামী লীগের মহানগর দক্ষিণ কার্যালয় ও আবুল হাসান নামে এক ছাত্রলীগ নেতার বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আশিক নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় পৃথক ২টি মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে সশস্ত্র ক্যাডাররা পুনরায় ছাত্রলীগ নেতা আবুল হাসানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রবিবার রাতে স্থানীয় বিএনপি-জামায়াতের একটি সশস্ত্র দল সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারস্থ কুমিল্লা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় তারা ওই কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছবি সংবলিত ফেস্টুনসহ চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। গুলিবিদ্ধ আশিক নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওইদিন গভীর রাতে সশস্ত্র ক্যাডাররা চৌয়ারা বাজারসংলগ্ন রায়পুর গ্রামে মহানগর ছাত্রলীগ নেতা আবুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে লোকজনকে জিম্মি করে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তার বাড়ির বাউন্ডারী টিন, ঘরের দরজা-জানালা গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে ভাংচুর করা হয়। এসব ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সাত্তার ও ছাত্রলীগ নেতা আবুল হাসান বাদী হয়ে সোমবার রাতে নুরুল ইসলাম নুরু, আবদুর রাজ্জাক রানা, মিজানুর রহমান আজাদ, রায়হান মজুমদার, কামাল, ইকতিয়ার হোসেন মাসুদ, আবুল কাশেম, নুরুল ইসলাম কাকন, আলী মিয়াসহ বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৩ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন। এসব মামলায় পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। মামলার বাদী ছাত্রলীগ নেতা আবুল হাসান জানান, মামলা দায়ের ও আসামিদের কয়েকজন পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের ক্যাডাররা তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
×