ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আইরিন তানি

প্রকাশিত: ০৪:১৬, ৪ জুন ২০১৫

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আইরিন তানি

স্টাফ রিপোর্টার ॥ অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মডেল অভিনেত্রী আইরিন তানি। মোহাম্মদ মোফাজ্জলের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘চোখ’। ৯০ মিনিটের দৈর্ঘ্যরে চলচ্চিত্রে আইরিন তানির সঙ্গে অভিনয় করেছেন মহিম মিজানসহ আরও অনেকেই। ইতোমধ্যেই রাজধানীর উত্তরায় এ চলচ্চিত্রের প্রথম লটের কাজ শেষ হয়েছে। অতি সত্বরই দ্বিতীয় লটের কাজ শুরু হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আইরিন তানি বলেন, আমাদের ঢাকা শহর ছাড়াও দেশের বিভিন্ন জেলা এমনকি উপজেলা শহরের স্কুলের খেলার মাঠ ছোট হয়ে গেছে। শিশুরা চার দেয়ালের মাঝে বন্দী। তাদের যান্ত্রিক জীবন যাপন করতে হচ্ছে। বিভিন্নভাবে তাদের অবক্ষয় হচ্ছে। এমন সব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে সামাজিক সচেতনামূলক এই কাজটি করতে পেরে। এ চলচ্চিত্র ছাড়াও বর্তমানে আইরিন তানি ফেরদৌস হাসান রানার পরিচালনায় ‘ফুল আর কাটা’ ধারাবাহিকের পাশাপাশি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যেই শেষ করেছেন মাহমুদ দিদারের পরিচালনায় ‘মেট্রো পলিটন প্রেম’ টেলিফিল্মের কাজ। এছাড়া সম্রাটের পরিচালনায় ‘বিয়ের কয়েকদিন আগে’ টেলিফিল্ম ও সবুর খানের পরিচালনায় ‘প্রতিবেশী’ নামে একটি ঈদের নাটকে কাজ করবেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করতে চান এই মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি অপেক্ষা করছি চলচ্চিত্রের জন্য।
×