ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০১, ২ জুন ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৬. কোনটি ঋব+২ এর আধুনিক নাম? ক) আয়রন (ওও) খ) ফেরাস গ) আয়রন (ওও) ঘ) ফেরিক ৩৭. রুশ বিজ্ঞানী জি. এইচ. হেস তাপ রসায়নের গুরুত্বপূর্ণ সূত্রটি আবিষ্কার করেন কত সালে? ক) ১৭৪০ খ) ১৮৪০ গ) ১৭৮০ ঘ) ১৮৮০ ৩৮. মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান যত, মৌলটি পর্যায় সারণির- ক) তত পর্যায়ে অবস্থিত খ) তত গ্রুপ এ অবস্থিত গ) তত কাছে অবস্থিত ঘ) তত দূরে অবস্থিত ৩৯. বন্ধন গঠনের উদ্দেশ্য হল- র. অষ্টক পূরণের উচ্ছা রর. সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন ররর. অন্য মৌলের সাথে মিলিত হবার ইচ্ছা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪০. ঈগউ এর ব্যবহার কোনটি? ক) তাপমাত্রা খ) বস্তুর ঘনত্ব গ) গলনাংক ঘ) স্ফুটনাংক ৪১. শুষ্ক অওঈও৩ + ৩ঐ২ঙ অও(ঙঐ)৩ + ই; প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ ই থেকে রক্ষা পাবার জন্য কোনটি ব্যবহার করা যুক্তিযুক্ত? ক) নিরাপদ চশমা খ) হ্যান্ড গ্লাভস গ) মাস্ক ঘ) রাসায়নিক স্প্লাস গগলস ৪২. লবণের গুণগত বিশ্লেষণ কয় ধরণের পরীক্ষার মাধ্যমে করা হয়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৪৩. যে মৌলের পারমাণবিক সংখ্যা ১১, পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? ক) ২য় খ) ৩য় পর্যায়ে গ) ৪র্থ পর্যায়ে ঘ) ৫ম পর্যায়ে ৪৪. কোনটিতে ভিটামিন এ, বি-১ বি-২ এবং সি থাকে? ক) বাঁশ কোরলে খ) আনারস গ) পেয়ারা ঘ) কাঁঠাল ৪৫. চাষাবাদ করার আগে জানা দরকার- র. মাটিতে পুষ্টি উপাদানের পরিমাণ রর. মাটিতে পানির পরিমাণ ররর. মাটির ঢ়ঐ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. নিচের কোন মাধ্যমে সাবান ক্রিম্টালয়েড? ক) পানি খ) বেনজিন গ) ইথানল ঘ) ফর্মালিন ৪৭. ল্যান্ডডোল্ট এর পরীক্ষায় ব্যবহৃত কাচ নলের আকৃতি কেমন? ক) ট-আকৃতির খ) ঐ-আকৃতির গ) ঠ-আকৃতির ঘ) গোলতলী ফ্লাস্ক আকৃতির উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: ঈঐ৩ঈঙঙঈ২ঐ৫→ঈ২ঐ৫ঙঐ + ঢ ঈঐ৩ঈঙঙঈ২ঐ৫ + ণ→ঈ২ঐ৫ঙঐ + ত ৪৮. পানিতে অদ্রবণীয় এবং জলীয় বাষ্পে উদ্বায়ী পদার্থের বিশোধনের জন্য কোন ধরনের পাতন প্রযোজ্য? ক) স্টিম পাতন খ) আংশিক পাতন গ) নিম্নচাপ পাতন ঘ) সাধারণ পাতন ৪৯. সন্নিবেশ বন্ধনে পরমাণুগুলোর যোজ্যতা স্তর- ক) অস্টক সম্পূর্ণ খ) অষ্টক অপূর্ণ গ) অষ্টক পূর্ণ ঘ) অষ্টক নেই ৫০. একই পর্যায়ে অ্যানায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় কেন? ক) ব্যাসার্ধ হ্রাস পায় খ) ব্যাসার্ধ বৃদ্ধি পায় গ) চার্জ কমে যায় ঘ) আকার বেড়ে যায় সঠিক উত্তর: ১. (ক) ২. (খ) ৩. (ক) ৪. (খ) ৫. (ক) ৬. (খ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (খ) ৫০. (ক)
×