ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেঘনা পেট্রোলিয়ামের মার্কেটিং কনফারেন্স

প্রকাশিত: ০৪:০৯, ২ জুন ২০১৫

মেঘনা পেট্রোলিয়ামের মার্কেটিং কনফারেন্স

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের দুই দিনব্যাপী ‘মার্কেটিং কনফারেন্স মে-২০১৫’ সম্প্রতি ঢাকার মেঘনা ভবন, ১৩১-১৩৩ মতিঝিল বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কোম্পানির জ্বালানি তেল ও লুব্রিক্যান্টস বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যত কর্মপন্থা পুনর্মূল্যায়নের জন্য আয়োজিত মার্কেটিং কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সকল আঞ্চলিক কার্যালয়, ডিপো এবং প্রধান কার্যালয় চট্টগ্রাম হতে উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত হয়েছিলেন। প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে যুগের সঙ্গে তালমিলিয়ে আরও গতিশীল করার জন্য সভায় বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। ডিপোসমূহের বিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়। ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জের ফতুল্লা সংলগ্ন আলীগঞ্জ ডিপোর কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করার তাগিদ দেয়া হয়। -বিজ্ঞপ্তি চাকরি প্রত্যাশীদের জন্য নতুন সাইট এভারজবস এশিয়ার দ্রুত বিকাশমান জব সাইট এভারজবস বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সোমবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এভারজবসের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক খায়েস ভ্যারহাইকে। এভারজবস হচ্ছে রকেট ইন্টারনেটের উদ্যোগ, যা এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ ও আফ্রিকা ইন্টারনেট গ্রুপের অন্তর্ভুক্ত। এভারজবসের ব্যবস্থাপনা পরিচালক খায়েস ভ্যারহাইকে জানিয়েছেন, চাকরি খোঁজার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে এভারজবস। মাত্র কয়েকটি ক্লিকেই কাক্সিক্ষত চাকরির সন্ধান পাওয়া যাবে। বাংলাদেশে বাবৎলড়নং.পড়স.নফ সাইটে গিয়ে সহজে প্রোফাইল তৈরি কিংবা সামাজিক যোগাযোগের সঙ্গে এই প্রোফাইল যুক্ত করা যাবে। খায়েস ভ্যারহাইকে বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ইকমার্স ভিত্তিক ব্যবসার দ্রুত বাড়ছে। বাংলাদেশে জনসংখ্যাও বেশি। -অর্থনৈতিক রিপোর্টার বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। দেশের প্রধান এ সমুদ্রবন্দর গত মে মাসে ১ লাখ ৮৫ হাজার ৬৮৪ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। যা বন্দরের ১২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ১ লাখ ৬৫ হাজার ৯৫০ টিইইউস ও মার্চে ১ লাখ ৫৫ হাজার ৯০৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। সম্প্রতি বন্দর থেকে কন্টেইনার ডেলিভারির সংখ্যাও বেড়েছে।
×