ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃষ্টি যখন সুখবর নয়!

প্রকাশিত: ০৫:৪৪, ১ জুন ২০১৫

বৃষ্টি যখন সুখবর নয়!

অতিবৃষ্টি হলেও এক সময় দেখা যাবে নদীতে পানির স্তর উপরে উঠেনি বরং তা নিম্নমুখী হয়েছে। তাই নদীর পানির ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে এখন থেকেই বিকল্প বের করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। এর সম্ভাব্য একটি কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। ন্যাচারাল ক্লাইমেট সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় ভূপৃষ্ঠও থাকে ঠা-া। এর পানি শোষণ ক্ষমতাও কম থাকে। এ অবস্থায় বৃষ্টির পানি ভূপৃষ্ঠে কম জমা হয়। বেশির ভাগ পানি গিয়ে পড়ে নদীতে। কিন্তু বৈশ্বিক উষ্ণতার ফলে ভূপৃষ্ঠের পানি ধারণক্ষমতা বাড়ছে। অবস্থা এমন হতে পারে যে, বৃষ্টির পানির বেশিরভাগই ভূপৃষ্ঠ শুষে নেবে। এটি বাষ্পে পরিণত হয়ে ফের বায়ুম-লে ফিরে যাবে। এভাবে নদীর পানির পরিমাণ কমে যেতে পারে। তবে এই একটি ব্যাখ্যাকে যথেষ্ট মনে করছেন না বিজ্ঞানীরা। বহু জায়গায় ইতোমধ্যেই নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে। কোথাও কমেছে বৃষ্টি ও তুষারপাত। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন সূত্র: সায়েন্স ডেইলি
×