ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নদী দখলদারদের ছাড় দেয়া হবে না ॥ নৌ-মন্ত্রী

প্রকাশিত: ০৪:১৪, ১ জুন ২০১৫

নদী দখলদারদের  ছাড় দেয়া হবে  না ॥ নৌ-মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ মে ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান বলেছেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ ও সীমানা নির্ধারণী পিলার স্থাপনের পরেও যারা নদী দখল ও ভরাট করার চিন্তাভাবনা করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। নদী দখলদারদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। রবিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশন সংলগ্ন স্থানে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবিত ইকো পার্কে বৃক্ষরোপণ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় নৌপথে দু’দেশের ব্যবসার ব্যাপারে ট্রেড এগ্রিমেন্ট (ব্যবসায়িক চুক্তি) স্বাক্ষর হবে। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গেও আমাদের ব্যবসায়িক সুবিধা বাড়বে। তিনি বলেন, শীতলক্ষ্যা নদী দখলমুক্ত করতে নদীর তীরে ইতিমধ্যেই বিশ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এখানে আরও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নৌপথে চাঁদাবাজি বন্ধে এবং দুর্ঘটনা এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের ইজারা বাতিল করে নদীর তীরে স্তূপ করে রাখা মালামাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করে নিলামে বিক্রির নির্দেশ দেন মন্ত্রী। পরে মন্ত্রী শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিআইডব্লিউটিএর ওয়ার্কশপ, মেরিন স্টোর ও সেন্ট্রাল ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
×