ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী অঞ্চলে আউশ চাষে প্রণোদনা পাচ্ছেন ৪২ হাজার কৃষক

প্রকাশিত: ০৪:০৮, ১ জুন ২০১৫

রাজশাহী অঞ্চলে আউশ  চাষে প্রণোদনা পাচ্ছেন  ৪২ হাজার কৃষক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এ বছর রাজশাহী অঞ্চলের চার জেলায় প্রায় ৪২ হাজার কৃষক পাচ্ছেন আউশ চাষে সরকারী প্রণোদনা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় তা বিতরণও শুরু করেছে কৃষি বিভাগ। রাজশাহী অঞ্চলের ৪ জেলায় ৪০ হাজার ৯২৫ জন কৃষক পাচ্ছেন ৫ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা। প্রণোদনার আওতায় কৃষক সার ও বীজ কেনার জন্য এ টাকা পাচ্ছেন। আগামী দুই-তিন দিনের মধ্যেই প্রণোদনার টাকা সংশ্লিষ্ট কৃষকদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন রাজশাহী আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা আবদুল্লাহ-হিল-কাফি। রাজশাহীর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এরই মধ্যে চলতি বছর রাজশাহী অঞ্চলে ৫ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ২৫০ টাকার কৃষি উপকরণ পুনর্বাসন সহায়তা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী অঞ্চলের ৪০ হাজার ৯২৫ জন কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) আউশ আবাদে ৩৫ হাজার ৯০০ জন এবং নেরিকা আবাদে ৫ হাজার ২৫ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন। ফলে প্রণোদনার আওতায় আসছে ৪০ হাজার ৯২৫ বিঘা জমি। এর মধ্যে আউশ ৩৫ হাজার ৯০০ বিঘায় এবং নেরিকা ৫ হাজার ২৫ বিঘায় আবাদ সম্ভব হবে বলে জানিয়েছে অধিদফতর। এদিকে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ হজরত আলী জানান, এ বছর কৃষকপ্রতি প্রণোদনা হিসেবে উফশী আউশ চাষে দেয়া হচ্ছে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং সেচ খরচ বাবদ ৪০০ টাকা, যা কৃষকদের অনেক উপকৃত হবে। কৃষকরাও উৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি।
×