ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবার ফিটনেস ট্রেনিং শুরু ক্রিকেটারদের

প্রকাশিত: ০৬:১৬, ৩০ মে ২০১৫

আবার ফিটনেস ট্রেনিং শুরু ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার ॥ এখন আর অন্য কোন ব্যস্ততা নেই। প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শেষ হয়ে গেছে। এবার প্রস্তুত হওয়ার পালা সফরকারী ভারতীয় ক্রিকেট দলকে ঘরের মাঠে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে। গত ২০ মে থেকেই অবশ্য প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ ক্রিকেটারকে নিয়ে দুই দিনের ফিটনেস ক্যাম্প হয়েছে। প্রাথমিক সেই পরীক্ষায় জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সবাই উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার দ্বিতীয় দফায় আবারও শুরু হলো ফিটনেস ক্যাম্প। সকালে দুই ঘন্টাব্যাপী ফিটনেস টেস্টের সার্বিক বিষয়াদির তত্ত্বাবধান করেছেন বিসিবির পুনর্বাসন ট্রেইনার জাহিদুল ইসলাম খোকন। আর এর মাধ্যমেই শুরু হয়ে গেল টাইগারদের ভারত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার চূড়ান্ত অনুশীলন। ক্রিকেটাররা আগের চেয়ে অনেক সচেতন। কারণ প্রতিটি সিরিজেই দুই-একটি ইনজুরির ধাক্কা এসে আঘাত হানে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষে টানা ৭ দিন ছুটি কাটিয়ে ফিরেই স্বেচ্ছায় জিমনেশিয়ামে সব ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। অফিসিয়াল ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে তারও দুই দিন পর। তবে ক্রিকেটারদের সে সময় লক্ষ্য আরেকটি ছিল। নিজেদের ফিটনেস ঠিক রাখা এবং বিসিএলের শেষপর্ব খেলা। যদিও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও রুবেল হোসেনরা শেষ পর্যন্ত খেলেননি। এ চারজনের পুরনো ইনজুরি সমস্যা ছিলই এবং এছাড়া তাদের বিশ্রাম দেয়ার লক্ষ্যেই চার দিনের লঙ্গারভার্সন থেকে বিশ্রাম দেয়া হয়েছিল। অবশ্য যারা বিসিএল খেলেননি তারা ব্যক্তিগতভাবে কেউ কেউ অনুশীলন চালিয়ে গেছেন। তবে সোমবার থেকে পুনরায় শুরু হওয়া ফিটনেস অনুশীলনে সাকিব ছাড়া বাকি সবাই ফিরেছেন। ৭ দিন বিরতির পর শুক্রবার সকাল ১০টায় প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করার পর টানা দুই ঘণ্টা ফিটনেস অনুশীলন করেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষদিকে এসে মুশফিক ও তামিম ইনজুরি সমস্যায় পড়েছিলেন। তাই ফিটনেস ক্যাম্প প্রথম দিনের মতো শেষ হয়ে যাওয়ার পরও এ দু’জন থেমে থাকেননি। তামিম ও মুশফিক কিছু সময় জিমে কাটিয়ে চলে যান মিরপুর ইনডোরের নেটে। সেখানে প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেন তামিম-মুশফিক। অবশ্য অনুশীলন শুরুর প্রথম ধাপে বাবার অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেননি সাব্বির রহমান রুম্মান। তবে দ্বিতীয় ধাপের প্রথম দিন (শুক্রবার) সাব্বির ঠিকই যোগ দিয়েছেন। তবে এ দিনও অনুপস্থিত ছিলেন সাকিব। আজও একইভাবে ফিটনেস ক্যাম্প চলবে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ছুটি কাটিয়ে এখনও ফেরেননি। তারা ফিরলেই শুরু হয়ে যাবে টাইগারদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন। উল্লেখ্য, আগামী ৭ জুন একটি টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।
×