ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাটা মোটরসের মুনাফা হ্রাস

প্রকাশিত: ০৪:১৯, ৩০ মে ২০১৫

টাটা মোটরসের মুনাফা হ্রাস

টাটা মোটরসের আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে শাখা সংস্থা জাগুয়ার-ল্যান্ড রোভারের হাত ধরে। আর তার সবচেয়ে বড় বাজার চীন। আর চীনে সেই জেএলআর কারখানায় বিক্রি পড়ার জেরই টেনে নামাল টাটা মোটরসের মুনাফা। বিশেষজ্ঞরা এর জন্য ঢিমেতালে চলা চীনা অর্থনীতিকেই দায়ী করেছেন। সে দেশে আর্থিক বৃদ্ধি ২০১৫-র গোড়ায় নেমেছে গত ছ’বছরের তলানিতে। এর প্রভাবেই কমছে দামী গাড়ির চাহিদাও। গত ২০১৪-১৫ অর্থবর্ষের শেষ তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) টাটা মোটরসের নিট মুনাফা কমেছে ৫৬ শতাংশ। মুনাফার অঙ্ক নেমে এসেছে আগের বছরের একই সময়ের ৩৯১৮.২৯ কোটি টাকা থেকে ১৭১৬.৫০ কোটি টাকায়।-অর্থনৈতিক রিপোর্টার
×