ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ নিয়ে ধারাবাহিক নাটক

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ মে ২০১৫

রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ নিয়ে ধারাবাহিক নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি জনপ্রিয় ছোট গল্প ‘হৈমন্তী’ অবলম্বনে ওপার বাংলায় নির্মিত হচ্ছে টিভি ধারাবাহিক ‘হৈমন্তী’। বাংলাদেশের ডায়েল রহমানের চিত্রনাট্যে এ ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন কলকাতার পরিচালক তরুণ চক্রবর্তী ও বাংলাদেশের কারাতে নজরুল। এতে অভিনয় করছেন বাংলাদেশের মডেল ও অভিনেতা নিলয়, ঝুনা চৌধূরী, শিরিন আলম, আশ্রাব, আসিফ নজরুল ইসলাম, কলকাতার পরান বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, স্্ুস্মিতা ব্যানার্জি তরুণ চক্রবর্তী প্রমুখ। কলকাতার নাটকে অভিনয় প্রসঙ্গে মঞ্চকর্মী আসিফ নজরুল বলেন মীরাক্কেলখ্যাত পরাণ বন্দ্যোপাধ্যায় এবং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইস্টি কুটুম’-এর বাহাখ্যাত জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাসের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এছাড়া কলকাতার নাটকে কাজ করা এটকা নতুন অভিজ্ঞতা। তিনি জানান নাটকটি শূটিং শেষে এশিয়ান টিভি অথবা কলকাতার একটি চ্যানেলে প্রচারের কথা সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, অভিনেতা আসিফ মো. নজরুল দীর্ঘদিন থেকে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চে নির্দেশনাও দিয়ে থাকেন। অঙ্গীকার নাট্যদল থেকে তার নির্দেশিত তিনটি নাটক ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি টিভির খ- ও ধারাবাহিকে নাটকে নিয়মিত অভিনয় করছেন।
×