ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে প্রথম...

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মে ২০১৫

ভারতে প্রথম...

ভারতে এই প্রথম কোন লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তি কলেজের প্রধানের দায়িত্ব নিচ্ছেন। আগামী ৯ জুন থেকে অধ্যক্ষা হিসাবে কৃষ্ণনগর মহিলা কলেজের দায়িত্বভার তুলে নেবেন মানবী বন্দ্যোপাধ্যায়। মানবীকে অধ্যক্ষা করার সিদ্ধান্তকে খোলা মনেই স্বীকার করেছে বিভিন্ন মহল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সিদ্ধান্তটি কলেজ সার্ভিস কমিশনের। -ওয়েবসাইট টেডি বিয়ারে সেন্সর মেশিন এবার নয়া এক প্রযুক্তি আনতে চলেছে গুগল। টেডি বিয়ারের মধ্যে একটি সেন্সর মেশিন ভরে দিচ্ছে গুগল। যার ফলে বাড়ির টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার মেশিনসহ যে কোন ইলেক্ট্রনিক সেন্সর ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যাবে। অবাক হলেও সত্যি সেন্সর নিয়ন্ত্রিত হবে চালকের গলার স্বর অনুযায়ী। অর্থাৎ যে কোন কমান্ড শুনে সেই মতোই বাড়ির ইলেক্ট্রনিক ডিভাইসকে নিয়ন্ত্রণ করবে টেডি। এমনকি আপনার গলার স্বর শুনে টেডি আপনার দিকে তাকাবে। -ওয়েবসাইট
×