ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উ. কোরিয়ার পারমাণু কর্মসূচী নিয়ে ফের বৈঠকের উদ্যোগ

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মে ২০১৫

উ. কোরিয়ার পারমাণু কর্মসূচী নিয়ে ফের বৈঠকের উদ্যোগ

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচী নিয়ে দেশটির সঙ্গে দীর্ঘদিন অচল হয়ে থাকা ছয় জাতির আলোচনা পুনরুজ্জীবিত করার পথ খুঁজতে বুধবার সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের দূতরা বৈঠক করেছেন। খবর এএফপির। কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ. কোরিয়ার বিশেষ প্রতিনিধি হাং জন-কুক বলেন, বুধবারের আলোচনা সময়োচিত হয়েছে। কারণ তার ভাষায়, উ. কোরিয়ায় এখন ‘অনিশ্চিত ও উত্তেজনাকর’ পরিস্থিতি বিরাজ করছে। উ. কোরিয়া নীতি বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক মহাপরিচালক জুনিচি ইহারা ও হাং জন-কুক এ বৈঠক করেন। এর আগে হাং বলেন, ‘উ. কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার অব্যাহত অগ্রগতি আমরা লক্ষ্য করছি।’ উত্তর কোরিয়া গত ৯ মে শনিবার সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়। দেশটির নেতা কিম জং-উন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফল্যের প্রশংসা করেছেন। তিনি স্বচক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষও করেন। তিনি বলেন, সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অর্থ হল কোরিয়ার সামরিক বাহিনী উ. কোরিয়ার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় জলসীমা থেকে শত্রু বাহিনীকে উৎপাটন ও হামলা করতে সক্ষম বিশ্বমানের কৌশলগত অস্ত্রের মালিক।
×