ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেজাল ঠেকাতে নিরাপদ খাদ্য আদালত হচ্ছে

প্রকাশিত: ০৭:১৬, ২৭ মে ২০১৫

ভেজাল ঠেকাতে  নিরাপদ খাদ্য  আদালত হচ্ছে

বিশেষ প্রতিনিধি ॥ জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে কিছু দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। নিরাপদ খাদ্য আইনের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, আইনে বিভিন্ন সাজা দেয়ার ব্যাপারে মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে, এটি ভেটিং হয়ে গেছে, আইন মন্ত্রণালয় মতামত দিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালত হিসেবে ঘোষণা দিয়ে কয়েক দিনের মধ্যে গেজেট জারি করা হচ্ছে।
×