ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪১, ২৭ মে ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১.বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে? ক) নারীশক্তিকে খ) জনশক্তিকে গ) প্রাকৃতিক শক্তিকে ঘ) যুবশক্তিকে ২.রফিকের বয়স ২০ বছর, কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্যে যে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে? ক) গণশিক্ষা খ) প্রাথমিক শিক্ষা গ) বহুমুখী শিক্ষা ঘ) কারিগরি শিক্ষা ৩.আমাদের সমাজজীবনে বর্তমানে ভয়াবহ সমস্যা কোনটি? ক) মাদকাসক্তি খ) কিশোর অপরাধ গ) ভিক্ষাবৃত্তি ঘ) আর্সেনিক ৪.সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি ৫.রাজু তার দাদুর পকেট থেকে প্রায়ই সিগারেট চুরি করে। এর ফলে তার কোন অভ্যাস গড়ে ওঠে? ক) ধূমপানের খ) চুরির গ) পকেট মারার ঘ) মাদাকাসক্তির ৬.বাংলাদেশে শিশু-কিশোরদের যে অপরাধের ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে- র. বিনা টিকিটে রেল ভ্রমণ রর. হামলা ও ভাঙচুর ররর. অগ্নি সংযোগ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭.মুজিবনগর সরকারের মাধ্যমে সংগঠিত হয়- র. বেসামরিক প্রশাসনমূলক কার্যক্রম রর. সামরিক কার্যক্রম ররর. সংবিধান প্রণয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৮.বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের কতটি সিমেন্ট কারখানা রয়েছে? ক) ১২টি খ) ১৫টি গ) ২১টি ঘ) ৩০টি ৯.বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো- র. শারীরিক শ্রম রর. ব্যাংক বীমা ররর. শিল্প নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ১০.আর্ন্তাতিক আদালত কোথায় অবস্থিত? ক) জেনেভা খ) নেদারল্যান্ড গ) নিউইয়র্ক ঘ) প্যারিস ১১.কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে ছিল? ক) ঢাকা খ) টাঙ্গাইল গ) বরিশাল ঘ) মাগুরায় ১২.কুষ্টিয়ার শিলাইদহে কার কুঠিবাড়ি? ক) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খ) কাজী নজরুল ইসলামের গ) সৈয়দ আনিসুল হকের ঘ) হুমায়ুন আহমেদের ১৩.ফেসবুকের মাধ্যমে ব্যক্তি করে থাকে- র. যোগাযোগ ও ভাব বিনিময় রর. অর্থের লেনদেন ররর. আবেগ ও ইচ্ছা প্রকাশ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৪.খাসিয়ারা কোন অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তা? ক) কুমিল্লা খ) নোয়াখালি গ) নেত্রকোনো ঘ) সিলেট ১৫.সংবাদ, ধ্যানধারণা ও বিনোদন প্রভৃতি পরিবেশন করা হয় যার মাধ্যমে- র. সংবাদপত্র ও বেতার রর. চলচ্চিত্র ররর. টেলিভিশন নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৬.আগের যুগের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি- র. জাদুঘরে রাখা বিভিন্ন প্রতœনিদর্শন দেখে রর. সংগ্রহশালায় রাখা প্রতœনিদর্শন দেখে ররর. পুরোনো স্থাপত্য শিল্প দেখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৭.ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কারা মাটির ঘরে বসবাস করে? ক) রাখাইন খ) মণিপুরি গ) সাঁওতাল ঘ) চাকমা ১৮.বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা কীভাবে প্রয়োগ করে? ক) ভোট প্রধানের মাধ্যমে খ) রাজনৈতিক দলকে সমর্ধন দিয়ে গ) প্রধানমন্ত্রীননির্বাচন করে ঘ) শাসনক্ষমতা প্রয়োগ করে ১৯.বাংলাদেশে অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে? ক) বস্ত্র শিল্প খ) পোশাক শিল্প গ) চিনি শিল্প ঘ) কাগজ শিল্প ২০.ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক কয় জন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়? ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন ২১.সামাজিককরণ কীরূপ প্রক্রিয়া? ক) স্থিতিশীল খ) চলমান গ) জটিল ঘ) স্থির ২২.অতিরিক্ত জনসংখ্যা কোন দেশের জন্য বিরাট সমস্যা? ক) ভারত খ) বাংলাদেশ গ) চীন ঘ) পাকিস্তান ২৩.দেশজ উৎপাদন বলতে কী বোঝায়? ক) দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন খ) কৃষিবজবার্ষিক উৎপাদন গ) শিল্পজ বার্ষিক উৎপাদন ঘ) সেবামূলক বার্ষিক উৎপাদন ২৪.বাংলাদেশে সমুদ্রবন্দর রয়েছে- র. চট্টগ্রামে রর. মাংলায় ররর. কুয়াকাটায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৫.রাষ্ট্রের শাসনসংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব কোন বিভাগের? ক) আইন বিভাগ খ) বিচার বিভাগ গ) আইন সভা ঘ) শাসনবিভাগ ২৬.কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়? ক) সরদার বাড়ি খ) আনন্দমোহন পোদ্দারের বাড়ি গ) হাসিময় সেনের বাড়ি ঘ) তাজহাট জমিদার বাড়ি ২৭.দুর্যোগ মানব জীবনে বয়ে আনে- র. অস্থিতিশীলতা রর. সুখী জীবন ররর. ভারসাম্যহীন পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৮.বাংলা একাডেমীকে জাতির মননের প্রতীক বলা হয় কেন? ক) ভাষা আন্দোলনের সাথে জড়িত বলে খ) চারুকলার পৃষ্ঠপোষকতা করে বলে গ) বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের জন্য কাজ করছে বলে ঘ) শিশুদের প্রতিভা বিকাশে কাজ করছে বলে
×