ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষে শেখ জামাল তলানিতে ফরাশগঞ্জ

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ মে ২০১৫

শীর্ষে শেখ জামাল  তলানিতে ফরাশগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২৪ জুন শেষ হয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’-এর প্রথম পর্বের খেলা। পয়েন্ট টেবিলে চোখ বোলালেই বোঝা যাবে বেশ জমে উঠেছে লীগের খেলা। মোহামেডান, ব্রাদার্স ও শেখ রাসেলের পয়েন্ট সমান। দল তিনটির স্থান নির্ধারিত হয়েছে গোল পার্থক্যে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলোও তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। লীগ শুরু হয়েছে গত ৭ এপ্রিল থেকে। এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৫৫ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে আছে গতবারের শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। আর তলানিতে আছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এখন দেখা যাক, কোন দলের কি অবস্থা- * শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড ॥ গত কয়েক বছর ধরে ঈষর্ণীয় সাফল্য অর্জন করে চলেছে ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ি। মৌসুমের শুরুতেই জিতেছে ফেডারেশন কাপের শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চলমান লীগেও। যদিও জাতীয় দলের ১৫ ফুটবলার খেলেন এই ক্লাবে, তারপরও ১০ ম্যাচে ৭ পয়েন্ট খুঁইয়েছে তারা। কোচ মারুফুল হকের কোচিংয়ে তার শিষ্যরা নিজেদের এখনও সবার ওপরে রাখতে সক্ষম হয়েছে। তবে দলের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং অন্য কিছু কারণে তাকে ইতোমধ্যেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। জামালের সংগ্রহ ১০ ম্যাচে ২৩ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা প্রতিপক্ষের চেয়ে ৩ পয়েন্ট বেশি। ৭ জয়, ১ হার, ২ ড্র। * মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ॥ অনেক বছর ধরে লীগে শিরোপা নেই ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত দেশের ঐতিহ্যবাহী ফুটবল দল ঢাকা মোহামেডানের। তার ওপর এ বছর দল ছেড়ে গেছেন এমিলি, জাহিদ, হেমন্ত, মামুন খান ও তপু। তবে দলের সাবেক খ্যাতনামা ফুটবলার কাজী জসিমউদ্দিন জোসি দলের কোচ হওয়ার পর সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কেননা, দলটি এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১০ ম্যাচে ৬ জয়, ২ ড্র ও ২ হারে অর্জন ২০ পয়েন্ট। তবে তাদের খেলা ছিল মিশ্র ধরনের, যা ক্লাব সমর্থকদের পুরোপুরি সন্তুষ্ট করেনি। যেমন তাদের নিচে থাকা শেখ রাসেলের কাছে হার এবং অনেক নিচে থাকা ফেনী সকারের সঙ্গে ড্র করা। তবে কৃতিত্ব হচ্ছে এক নম্বরে থাকা শেখ জামালের সঙ্গে ড্র করা এবং ক’দিন আগে দুই নম্বরে থাকা মুক্তিযোদ্ধাকে হারিয়ে দেয়া। * ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ॥ ১০ খেলায় ৬ জয়, ২ ড্র, আর ২ হারে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটি ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়নের। দলের ভারতীয় কোচ সৈয়দ নইমউদ্দিনের অধীনে দলটি বেশ ভাল খেলছে। মোহামেডান ও মুক্তিকে হারানো এবং শেখ জামালকে রুখে দেয়াই হচ্ছে এখন পর্যন্ত তাদের বড় সফলতা। * শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ॥ মোহামেডান ও ব্রাদার্সের মতোই সমান পয়েন্ট, তাবে গোল গড়ে পিছিয়ে থাকায় চার নম্বরে আছে ‘বেঙ্গল ব্লুজ’রা। শুরুটা খারাপ করলেও পরে ধীরে ধীরে উন্নতি করেছে ২০১২-১৩ লীগের শিরোপাধারী ও ওই মৌসুমের ট্রেবল ট্রফি চ্যাম্পিয়ন শেখ রাসেল। দুই জায়ান্ট আবাহনী-মোহামেডানকে হারিয়ে প্রশংসা কুড়ালেও নিচের দল ফরাশগঞ্জ ও রহমতগঞ্জের সঙ্গে ড্র করে সমালোচিত হয় ক্লাবটি। * বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ॥ মৌসুম-সূচক ফেডারেশন কাপে শেখ জামালের কাছে হেরে টানা দুইবার রানার্সআপ হওয়া ‘অল রেডস’ খ্যাত মুক্তিযোদ্ধা সংসদ চলমান লীগে অবস্থান করছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ১০ খেলায় ৬ জয়, ১ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ১৯। শুরুটা ভালই করে তারা। কিন্তু ভাল খেলেও অপ্রত্যাশিতভাবে হেরে যায় ব্রাদার্স ও মোহামেডানের কাছে। দলটির রক্ষণভাগে যে দুর্বলতা আছে, তার প্রমাণ তাদের ১৯ গোল করার বিপরীতে ১৫ গোল হজম করা! * আবাহনী লিমিটেড ॥ ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হারে ১৭ পয়েন্ট ও ষষ্ঠ স্থান নিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী। দলের নির্ভরযোগ্য হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড জাবালোস সোর্বা পেটের মাংসপেশির ইনজুরির কারণে নিজ দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। দুই ‘গঞ্জ’-এর সঙ্গে ড্র করে সমালোচিত হয় জর্জ কোটানের শিষ্যরা। * রেলিগেশনের লড়াইয়ে ৫ দল ॥ এই মুহূর্তে পাঁচ দল অবনমনের শঙ্কায় ভুগছে। দলগুলো হলোÑ ফরাশগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, ফেনী সকার, বিজেএমসি এবং রহমতগঞ্জ। দলগুলোর পয়েন্ট হচ্ছে যথাক্রমে ৪, ৫, ৮, ৮ ও ৯। ফরাশগঞ্জ এখনও জয়বঞ্চিত। ‘নীলকুঠি’ খ্যাত পুরনো ঢাকার এই ক্লাবটি ২০১১ সালের স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা কি পারবে রেলিগেশন এড়াতে? * সর্বোচ্চ গোলদাতা ॥ ১১: অগাস্টিন (ব্রাদার্স), ৯: এনামুল (মুক্তিযোদ্ধা), ৮: বাঙ্গুরা (মোহামেডান), ৬: ওয়েডসন (শেখ জামাল), এমেকা (শেখ জামাল), ৫: এমিলি (শেখ রাসেল), * হ্যাটট্রিক ॥ ১টি: অগাস্টিন (ব্রাদার্স) এবং বাঙ্গুরা (মোহামেডান)।
×