ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৈরি হবে অটোকার

প্রকাশিত: ০৩:৪৯, ২৭ মে ২০১৫

তৈরি হবে অটোকার

শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে তৈরি হবে অটোকার। জ্বালানি ছাড়াই ব্যাটারিচালিত এই অটোকার কারখানা করবে দক্ষিণ কোরিয়ার তিনটি বিখ্যাত মোটরযান তৈরিকারক প্রতিষ্ঠান বিএমজি, কেআরডব্লিউ, জিনওয়া কো. লি. ও বাংলাদেশের এনা গ্রুপ। এই অটোকার রফতানি হবে ইউরোপ ও আমেরিকায়। সম্প্রতি রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টি মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এমপি। এর আগে দক্ষিণ কোরিয়ার তিন মোটরযান নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ১১ জনের একটি প্রতিনিধি দল রাজশাহী সফরে আসেন। দুই দিন তারা রাজশাহী বিসিক শিল্পনগরীসহ এনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রবিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন এনা গ্রুপসহ কোরিয়ান প্রতিনিধি দলটি। -স্টাফ রিপোর্টার, রাজশাহী দেশে হাজারে মাত্র ৪ জন বীমা পলিসি করে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘বীমা ব্যবসার জন্য আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রবিবার দিনব্যাপী ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ কো-অডিনেটর কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এ্যকচুয়ারী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রতিষ্ঠাতা ও পরিচালক এমএ খালেক। অনুষ্ঠানে কনফারেন্স থিম পেপার উপস্থাপন করেন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ড. এম মোশাররফ হোসেন। সভায় মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে ভ্যালিট বীমা পলিসির সংখ্যা অনেক কম। বর্তমানে সাড়ে ৬ লাখ ভ্যালিট পলিসি আছে। জনসংখ্যার তুলনায় এটা খুব কম। -অর্থনৈতিক রিপোর্টার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে কর অবকাশ অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে ১০ বছর ও ডেভেলপারদের ১২ বছরের কর অবকাশ সুবিধা ও বিশেষ প্রণোদনা দেবে সরকার। আসন্ন ২০১৫Ñ১৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিষয়টির খসড়া প্রস্তুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আগামী ৪ জুনের বাজেট প্রস্তাবনায় দিক নির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে। এনবিআর সূত্র জানায়, খসড়া প্রস্তাবনায় দেশে বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক জোনে ডেভেলপাররা ১০ বছর সম্পূর্ণ কর অবকাশ সুবিধা ও দ্বাদশ বছরে ৭০ শতাংশ এবং ১২তম বছরে ৩০ শতাংশ অবকাশ সুবিধা পাবেন। আর বিনিয়োগকারীরা তাদের আয়ের ওপর প্রথম ৩ বছর সম্পূর্ণ ও পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে এ কর অবকাশ সুবিধা পাবেন।
×