ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের নিরাপত্তা নিয়ে হতাশ ফেদেরার

দ্বিতীয় পর্বে ইভানোভিচ-কারবার

প্রকাশিত: ০৬:৩১, ২৬ মে ২০১৫

দ্বিতীয় পর্বে ইভানোভিচ-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়ে শুরু করেছেন আনা ইভানোভিচ, এ্যাঞ্জেলিক কারবার এবং সাবিনে লিসিকি। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের প্রথম পর্বে সার্বিয়ার আনা ইভানোভিচ ৪-৬, ৬-২ এবং ৬-০ গেমে হারান কাজাখস্তানের অবাছাই ইয়ারোসøাভা শভেদোভাকে। এছাড়া জার্মানির এগারোতম বাছাই এ্যাঞ্জেলিক কারবার সহজ জয় তুলে নেন হাঙ্গেরির তিমিয়া বাবোসের বিপক্ষে। এদিন তিনি ৬-০ এবং ৬-১ গেমে হারান বাবোসকে। কারবারেরই সতীর্থ সাবিনে লিসিকিও সহজ জয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেন। রবিবার প্রথম পর্বে তিনি ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন পর্তুগালের মোনিকা পুইগকে। বর্তমান সময়ে দুর্দান্ত খেলছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। ফ্রেঞ্চ ওপেনেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম পর্বে অষ্টম বাছাই সুয়ারেজ নাভারো ৬-২ এবং ৬-২ গেমে হারান রোমানিয়ার মনিকা নিকুলেস্কোকে। তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন ইতালির রবার্তো ভিঞ্চি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফ্রান্সের এ্যালিজ কোর্নেটের কাছে হার মানেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের ২৯তম বাছাই কোর্নেট রবিবার ৪-৬, ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন রবার্তো ভিঞ্চিকে। এদিকে পুরুষ এককে জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনের যাত্রা শুরু করেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। টুর্নামেন্টের চতুর্থ বাছাই দ্বিতীয় দিনে ৬-০, ৭-৫ এবং ৬-৩ গেমে হারান জাপানের উসিহিতো নিশিওকাকে। তবে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় দিনও আলোচনায় ছিল নিরাপত্তা নিয়ে। রবিবার থেকে শুরু হয় মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। আর এদিন জয় দিয়েই টুর্নামেন্টের যাত্রা শুরু করেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। তবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøামের শুরুর প্রথম দিনেই ঘটে এক অন্যরকম ঘটনা। প্রথম পর্বের ম্যাচ জিতে রজার ফেদেরার যখন কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই গ্যালারি থেকে দৌড়ে আসে এক ছেলে। দৌড়ে আসা সেই কিশোরের দিকে অনেকটা ভয়ের দৃষ্টিতেই তাকিয়ে ছিলেন ফেড এক্সপ্রেস। প্রথমে বুঝতেই পারেননি কারণটা। পরে দেখলেন স্রেফ একটি সেলফি তুলতে চায় প্রিয় খেলোয়াড়ের সঙ্গে। তবে ৩০ সেকেন্ডের এ ঘটনা আবারও নতুন করে প্রশ্ন তুলল ফ্রেঞ্চ ওপেনের নিরাপত্তা নিয়ে। টেনিস বিশ্বে বইছে এখন বিতর্কের ঝড়! কিভাবে গ্র্যান্ডসøামের মতো বড় মঞ্চে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। তবে এমন ঘটনায় ফেদেরার মোটেও খুশি নন। আর খুশিই হবেন বা কী করে? ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনের এ ঘটনা যেন ফিরে আনে ২২ বছর আগের এক স্মৃতিকে। ১৯৯৩ সালে হামবুর্গে স্টেফিগ্রাফের এক অন্ধ ভক্ত কোর্টে নেমে এসে ছুরি মেরেছিলেন মনিকা সেলেসের পিঠে। সেই সময় গ্রাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়া সেলেসের ক্যারিয়ার বড় ধাক্কা খায় সেই চোটে। পরে সুস্থ হয়ে ফিরে এলেও সেলেসের ক্যারিয়ার আর পুরনো জায়গায় পৌঁছতে পারেনি। যে কারণে ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনের এমন ঘটনায় ক্রুদ্ধ ও হতাশা প্রকাশ করেছেন টেনিসবোদ্ধারা। এ বিষয়ে ঘটনার পর রজার ফেদেরার সংবাদ সম্মেলনে বলেন, ‘এমন ঘটনায় আমি মোটেও খুশি নই।’ প্রথম পর্বে দারুণ জয় পাওয়া সার্বিয়ার আনা ইভানোভিচও হতাশা প্রকাশ করেছেন। এ বিষয়ে আনা ইভানোভিচ বলেন, ‘প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে সেলফি তুলাটা ভাল একটি বিষয়। কিন্তু কখনও কখনও এমন ঘটনা খুবই বিব্রতকর।’ সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের সময়টা ভাল কাটছে না। ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। এরপরের সময়টা নিষ্প্রভই কেটেছে তার। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে আবারও জ্বলে উঠতে চান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে নাদাল-জোকোভিচ আর মারেদের ভিড়ে ফেদেরার কী পারবেন নিজেকে মেলে ধরতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা।
×