ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জা আব্বাসের আগাম জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:১৩, ২৬ মে ২০১৫

মির্জা আব্বাসের আগাম জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর মতিঝিল এবং পল্টন থানায় পুলিশের দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। সোমবার বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চ তার জামিন আবেদন না মঞ্জুর করে এই আদেশ দেন। তার আগে হাইকোর্টের একক বিচারপতির এই বেঞ্চে রবিবার শুনানি শেষ করে এ বিষয়ে আদেশের জন্য সোমবার ধার্য করেন। আদালত তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক এ্যাটর্নি জেনারেল এজে মুহাম্মদ আলী। অপরদিকে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। রবিবার আদালতে মির্জা আব্বাসের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আব্বাসের জামিনের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ নিষ্পত্তির জন্য নতুন এই বেঞ্চ ঠিক করে দেন। গত ১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের আগাম জামিন শুনানিতে দ্বিধাবিভক্ত আদেশ দেন। আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
×