ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সাইফ পাওয়ারের

প্রকাশিত: ০৪:১৭, ২৬ মে ২০১৫

অকারণে দর বাড়ছে সাইফ পাওয়ারের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারদর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ কার্যদিবসের ৬ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৬৪ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৯২ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই কর্তৃপক্ষ। বিক্রেতাশূন্য ৯ কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বেক্সিমকো, বিএসআরএম ও কেয়া কসমেটিকসসহ ৯ কোম্পানি বিক্রেতাশূন্য বা হল্টেড হয়ে গেছে। বিক্রেতা না থাকায় শেয়ারগুলোর মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কেয়া কসমেটিকস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, অলটেক্স, দুলামিয়া কটন, জিবিবি পাওয়ার, মাইডাস ফিন্যান্স ও জিলবাংলা। বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উর্ধমুখী ধারা বজায় রয়েছে। সামনে শেয়ারগুলোর দর আরও বাড়তে পারে এমন আশা করছেন বিনিয়োগকারীরা। তাই হাতে থাকা শেয়ারগুলো এখনই বিক্রি করছেন না তারা।
×