ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুভেন্টাসের শিরোপা উৎসব

প্রকাশিত: ০৬:০৪, ২৫ মে ২০১৫

জুভেন্টাসের শিরোপা উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে নেয় জুভেন্টাস। তাই নেপোলির বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আর সেই ম্যাচেও দারুণ জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শনিবার টানা চারবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় নেপোলিকে। সেই সঙ্গে এদিনই সিরি এ লীগের শিরোপা হাতে পেয়ে উৎসবের জোয়ারে ভাসে তারা। দিনের অপর ম্যাচে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে থাকা জেনোয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উত্তীর্ণ হতে হলে মৌসুমের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই নেপোলির। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ল্যাযিও। গত সপ্তাহে ল্যাযিওকে ২-১ গোলে হারিয়েই ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তোলে জুভেন্টাস। এখন উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে স্প্যানিশ ক্লাব বার্সিলোনাকে হারাতে পারলেই ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড গড়বে জুভেন্টাস। লা লিগার চ্যাম্পিয়ন বার্সার সামনেও এখন ট্রেবল জয়ের হাতছানি। সেক্ষেত্রে ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্টাসকে হারাতে হবে তাদের। শনিবার জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৩ মিনিটেই কিংসলি কোমানের সহায়তায় দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো ফেরেইরা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লরেঞ্জো ইনসাইনের পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে ফিরতি বলে গোল আদায় করে নেপোলিকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড লোপেজ। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আলভারো মোরাতার বাড়ানো বল জালে জড়ান জুভাদের ইতালিয়ান মিডফিল্ডার স্টেফানো স্টুরারো। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেপোলির উরুগুইয়ান ডিফেন্ডার মিগুয়েল এ্যাঞ্জেল ব্রিতস। এরপর স্পট কিক থেকে গোল আদায় করে নেন মিডফিল্ডার সিমিওন পেপে। এরপর জয়োৎসব নিয়েই মাঠ ছাড়ে আগেই শিরোপা নিশ্চিত করে জুভেন্টাস। এগিয়ে থেকেও জেনোয়ার কাছে লজ্জাজনকভাবে হার মানে ইন্টার। প্রথমার্ধের ১৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসের সহায়তায় দলকে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। পাঁচ মিনিট পর জেনোয়াকে সমতায় ফেরান ইতালিয়ান স্ট্রাইকার লিওনার্দো পাভোলেত্তি। এর ছয় মিনিট পর ইকার্দির পাস থেকে রদ্রিগো প্যালাসিওর গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। পিছিয়ে পড়ার ১১ মিনিট পর বেলজিয়ান স্ট্রাইকার ম্যাক্সিম লেস্টিনের গোলে পুনরায় সমতায় ফিরে স্বাগতিকরা। ম্যাচের ফলাফল যখন ২-২ তখন সমতায় শেষ হবে বলেই ধারণা করেছিল ভক্ত-অনুরাগীরা। কিন্তু শেষ মুহূর্তের ৮৯ মিনিটে জেনোয়ার হয়ে জয়সূচক গোল করে চমকে দেন সেøাভাকিয়ার মিডফিল্ডার জুরাজ কুকা। ইতালিয়ান সিরি এ লীগে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। অসাধারণ পারফর্মেন্স করে এবারও নিজেদের আধিপত্য বজায় রেখেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শুধু সিরি এ লীগেই নয়। এবার কোপা ইতালিয়ানের শিরোপাও নিজেদের শোকেসে তুলেছে তারা। লক্ষ্য এখন ট্রেবল জয়।
×