ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ হাজার কোটি টাকার হাউজিং লোন তহবিল চায় রিহ্যাব

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ মে ২০১৫

২০ হাজার কোটি টাকার  হাউজিং লোন তহবিল  চায় রিহ্যাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানানো হয়েছে। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে এ দাবি জানানো হয়। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত করে গৃহায়ন শিল্প রক্ষার্থে এ প্রস্তাবনা জমা দেয়। রবিবার দুপুর সাড়ে ১২টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রস্তাবনা অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয়। হাউজিং লোনের এই তহবিল থেকে ঢাকা শহরের আশপাশে কিংবা মিউনিসিপ্যাল এলাকায় ১৫০০ বর্গফুট বা তার চেয়ে ছোট ফ্ল্যাট নির্মাণ করার জন্য ৭ থেকে ৯ শতাংশ সুদে ফ্ল্যাট-ক্রেতাদের ঋণসুবিধা দেয়ারও দাবি জানায় রিহ্যাব। ফ্ল্যাট-ক্রেতাদের চাহিদা মতো এই ঋণ দেয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া রিহ্যাবের দাবির মধ্যে রয়েছেÑ বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ এ্যাপার্টমেন্টে বিনিয়োগের সুযোগ রেখে আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ধারা ১৯ বিবিবিবিবিতে সংযোজন করে কোন প্রশ্ন ব্যতিরেকে ভবন বা এ্যাপার্টমেন্টে বিনিয়োগের সুযোগ দেয়া।
×