ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মে ২০১৫

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

সংস্কৃতি ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের পর্দা নামছে আজ। বিশ্ব চলচ্চিত্রের এই মহামিলনমেলার অন্যতম উৎসবের শেষ মুহূর্তের আলোচনা বিষয় কার হাতে যাচ্ছে স্বর্ণপাম, কারা পাচ্ছেন ক্যামেরা দয়ের বা গ্রাঁ প্রির মতো প্রথম সারির পুরস্কার। এ নিয়ে এখন বিতর্কে সরব দক্ষিণ ফরাসী সমুদ্র উপকূল। তবে সব বিতর্কের অবসান হবে আজ। আজকে জানা হয়ে যাবে পুরস্কার বিজয়ীদের নামও। কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামের দৌড়ে যে দুটি চলচ্চিত্র এগিয়ে আছে তার মধ্যে অন্যতম ‘ক্যারল’। ‘ক্যারল’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট। এদিকে কেবল রেড কার্পেটেই নয়, এবার মিলনায়তনেও মাত করে দিল বলিউড। এবারে কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরে ভারতীয় ‘মাসান’ চলচ্চিত্রের প্রদর্শনী হয়। নিরাজ ঘায়ান পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। চলচ্চিত্রের প্রদর্শনী শেষে ৫ মিনিট দাঁড়িয়ে থেকে চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মাননা জানায় হলের সব দর্শক। পুরো ঘটনায় চোখের জল আটকে রাখতে পরেননি রিচা। টুইটারে তিনি লিখেছেন, হলভর্তি দর্শক অশ্রসিক্ত হয়ে দীর্ঘ ৫ মিনিট দাঁড়িয়ে সম্মান জানাল। ধন্যবাদ সবাইকে। উৎসবে আরও প্রদর্শনী হয়েছে এমিলি ব্লান্ট অভিনীত ‘সিকারিও’ চলচ্চিত্রের। প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন হলিউডের বাঘা বাঘা তারকারা। প্রদর্শনী দেখেছেন এমিলি। এসেছিলেন হলিউড অভিনেত্রী ও নির্দেশক নাটালি পোর্টম্যান। স্প্যানিশ অভিনেতা এ্যান্টোনিও ব্যান্ডারাস সস্ত্রীক হাজির হলে মুহূর্তেই ক্যামেরার ঝলকানিতে ভরে ওঠে চারপাশ। ব্যান্ডারাস নিজেও হাত উঁচিয়ে চিৎকার করে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
×