ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমালোচনায় ক্রুদ্ধ গার্ডিওলা

প্রকাশিত: ০৬:০১, ২৪ মে ২০১৫

সমালোচনায় ক্রুদ্ধ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব বার্সিলোনায় দুর্দান্ত সময় কাটে পেপ গার্ডিওলার। চার বছরেই ১৪টি শিরোপা উপহার দেয় কাতালান ক্লাবটিকে। এরপর ২০১৩ সালে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। প্রথম মৌসুমেই তার অধীনে অসাধারণ পারফর্মেন্স করে ট্রেবল জিতে জার্মান ক্লাবটি। কিন্তু চলতি মৌসুমে তা আর সম্ভব হচ্ছে না মিউনিখের। শুধু তাই নয়, পেপ গার্ডিওলার বেয়ার্ন মিউনিখ শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই লজ্জাকরভাবে হার মানে। তাই চর্তুদিক থেকেই সমালোচনা ধেয়ে আসে পেপ গার্ডিওলার কানে। তবে এমন সমালোচনায় ক্ষিপ্ত সাবেক বার্সিলোনার এই সফল কোচ। তার মতে, আরও সম্মান পাওয়ার মতোই যোগ্য তার দল। তাই ক্রুদ্ধ কোচ সংবাদ সম্মেলনে সরাসরি জানিয়ে দিয়েছেন যে, প্রত্যেক বছরই তার পক্ষে ট্রেবল জেতা সম্ভব নয়। গত মৌসুমের মতো চলতি মৌসুমের শুরুটাও দারুণভাবে করে বেয়ার্ন মিউনিখ। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে দাপটের সঙ্গেই বুন্দেসলীগার শিরোপা জিতে বেয়ার্ন। চার ম্যাচ হাতে রেখেই লীগ শিরোপা নিশ্চিত করে তারা। তাই ট্রেবল জয়ের সম্ভাবনাটা আবারও জেগেছিল বেয়ার্ন ভক্তদের। কিন্তু জার্মান কাপ ফাইনালে হার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় গার্ডিওয়ালার শিষ্যরা। ফলে শেষ হয়ে যায় বেয়ার্নের ট্রেবল জয়ের স্বপ্ন। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বার্সিলোনার কাছে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে ঠিকই জিতে বেয়ার্ন কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়েই যায় তাদের। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় পেপ গার্ডিওলার দল। আর তাতেই সমালোচনার ঝড় উঠে। সেই ঝড়ে দলের কোচ গার্দিওয়ালাকেই খলনায়কের পদে দাঁড় করান সমালোচনাকারীরা। এ জন্য কিছুটা চটেছেন গার্ডিওয়ালা। সমালোচকদের সমালোচনার জবাবটাও দিয়ে দিলেন স্প্যানিশ কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি বেয়ার্ন মনে করে প্রত্যক বছরই কোচরা ট্রেবল জিতিয়ে দেবে দলকে। তবে তা আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা সবসময় করতে পারব না। এবার ট্রেবল জিততে না পারায় অনেক সমালোচনা শুনতে হয়েছে আমাকে। এটি খুব একটা ভাল লাগেনি আমার। চ্যাম্পিয়ন লীগ জিততে না পারলেও, বুন্দেস লীগা জিততে পারাটা অনেক বেশি কিছু। এটাও ভাবা উচিত। সে কারণে সমালোচনাকারীদের আরও সম্মান করা উচিত ছিল।’
×