ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়াংডঙ আসছেন আজ

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ মে ২০১৫

চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়াংডঙ আসছেন আজ

স্টাফ রিপোর্টার ॥ চীনের উপ-প্রধানমন্ত্রী (ভাইস প্রিমিয়ার) লিউ ইয়াংডঙ আজ রবিবার ঢাকায় আসছেন। তিনি ঢাকায় আসছে তিন দিনের সফরে। চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করতে আসছেন দেশটির অন্যতম শীর্ষ এই রাজনীতিক। লিউ ইয়াংডঙের ঢাকা সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে অন্তত ছয়টি সমঝোতা চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তির প্রস্তুতি নেয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবে। বাংলাদেশের টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্র উন্নয়নে সহযোগিতা দেবে চীন। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশের ধান গবেষণা ও নিরাপত্তার ক্ষেত্রে আরো দুই সমঝোতা চুক্তি হতে পারে। বাংলাদেশের কয়েকটি বড় প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। গভীর সমুদ্রবন্দর, রেল, এক্সপ্রেসওয়ে, তথ্যপ্রযুক্তি, শিল্পাঞ্চল নির্মাণ এ ধরনের প্রকল্পগুলোতে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। চীন বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামের দোহাজারী-রামু-গুমদুম পর্যন্ত দ্বৈতগেজ রেলপথ, ঢাকা-চট্টগ্রাম রেলপথের জন্য কর্ডলাইন, পদ্মা সেতু থেকে যশোর পর্যন্ত রেলপথ, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তি খাতের উন্নয়ন, ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এলাকায় বিদ্যুত-ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট স্থাপন ইত্যাদি প্রকল্পে সহায়তার প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পে সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। এদিকে দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনীতির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে চীনের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন কূটনীতিকরা। রবিবার বিকেলে একটি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন চীনের উপ-প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন চীনা উপ-প্রধানমন্ত্রী। সোমবার সকালে জাতীয় জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক হবে। চীনা উপ-প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দু’টি সেমিনারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ঢাকা সফর শেষে মঙ্গলবার দুপুরে তিনি জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চীনের কোন উপ-প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। অবশ্য এ বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তির আয়োজনে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ঢাকা সফরে আসার কথা রয়েছে। উল্লেখ্য, লিউ ইয়াংডঙ ২০১৩ সালের গোড়ার দিকে চীনের স্টেট কাউন্সিলের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। চীন সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ওই পদে মোট চারজন রাজনীতিক নিযুক্ত রয়েছেন। তবে সেখানে লিউ ইয়াংডঙই একমাত্র নারী। ১৯৪৫ সালের নবেম্বরে জন্ম নেয়া ওই রাজনীতিক ১৯৬৪ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য। ‘রাজনৈতিক তত্ত্ব’ বিষয়ে উচ্চতর পড়াশোনা করা ওই নারী রাজনীতিকের আইনের ওপরও ডিগ্রী রয়েছে।
×