ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ মে ২০১৫

আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

স্পোর্টস রিপোর্টস ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক ভলিবল সংস্থা ও এশিয়ান ভলিবল কনফেডারেশনের সহযোগিতায় আজ শনিবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ।’ বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল। বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ বনাম মালদ্বীপ। শুক্রবার টুর্নামেন্টের গ্রুপিং ড্র ও ফিক্সচার অনুষ্ঠিত হয়। পুল ‘এ’ তে আছে আফগানিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান। পুর ‘বি’ তে আছে কিরগিজস্তান, নেপাল, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম জানান, সম্প্রতি ভূমিকম্পের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। এমন অবস্থায় এই চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করতে চাচ্ছিল না। কিন্তু বাংলাদেশ ভলিবল ফেডারেশন তাদের যাবতীয় খরচ বহনের কথা বলে। ফলে তারা রাজি হয় এ প্রতিযোগিতায় খেলার জন্য। ইতোমধ্যে সব দলই বাংলাদেশে এসে পৌঁছেছে। দলগুলোর আবাসন ব্যবস্থা করা হয়েছে মিরপুর ক্রীড়া পল্লীতে। শনিবার শুরু হয়ে এই চ্যাম্পিয়নশিপ চলবে ২৮ মে পর্যন্ত।
×