ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লা লিগায় জাভির বিদায়ী ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ মে ২০১৫

লা লিগায় জাভির বিদায়ী ম্যাচ  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবারই বার্সিলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন জাভি হার্নান্দেজ। যে কারণে আগামী মৌসুম থেকে আর বার্সার জার্সি গায়ে দেখা যাবে না তাকে। বার্সার সঙ্গে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের এই অভিজ্ঞ মিডফিল্ডার। এর ফলে স্প্যানিশ লা লিগায় আজই তার শেষ ম্যাচে বার্সিলোনাকে প্রতিনিধিত্ব করবেন। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লুইস এনরিক। এ বিষয়ে তিনি বলেন, ‘ন্যুক্যাম্পে দেপোর্তিভ লা করুনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলবেন জাভি। তাকে ছাড়া আমাদের ড্রেসিংরুমের চিত্রটা নিশ্চিত একটু ভিন্নই দেখাবে। ক্লাব ছাড়ার বিষয়টি সে সবকিছু বুঝে-শুনেই নিয়েছে।’ নিজেদের মাঠে লা করুনার বিপক্ষে কাতালান ক্লাবটির জার্সি গায়ে ৫০৬তম ম্যাচ খেলতে নামবেন জাভি। বার্সিলোনা ছাড়ার ঘোষণা দেয়া ৩৫ বছর বয়সী হার্নান্দেজেক সামনের বছর থেকে কাতারের ক্লাব আল সাদের হয়ে খেলতে দেখা যাবে। ১৯৯৮ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করলেও, জাভি হার্নান্দেজ লা মাসিয়ার ছাত্র হয়ে বার্সিলোনায় যাত্রা শুরু করেন আরও আগে। ১৯৯১ সালে ১১ বছর বয়সে পথচলা শুরু হয় তার। যতদিন বার্সায় খেলেছেন ততদিনই বার্সিলোনার জীবনধারা, সংস্কৃতির ধারক বাহক ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। জিনেদিন জিদানের জাদুর পর জাভি আর পিরলোকেই বলা হয়ে থাকে শৈল্পিক ফুটবলার। ফুটবলে যা যা জেতা সম্ভব বার্সিলোনা ও স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে সবই জিতেছেন জাভি হার্নান্দেজ। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন দুটো ইউরো, তিন চ্যাম্পিয়নস লীগ ও আট লা লিগার শিরোপা। এছাড়া আরও দুটি শিরোপা জয়ের হাতছানি তার সামনে। কোপা দেলরের ফাইনালে এ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। এছাড়া আগামী ৬ জুন জার্মানির বার্লিনে ইউরোপ সেরার লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে বার্সিলোনা। আর প্রিয় দল বার্সিলোনার জার্সিতে সেটাই হবে জাভির শেষ ম্যাচ।
×