ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাদাল-জোকোভিচ কোয়ার্টারে লড়াই

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ মে ২০১৫

নাদাল-জোকোভিচ কোয়ার্টারে  লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তার আগে শুক্রবার হয়ে গেল ড্র। এই ড্র অনুযায়ী টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। ড্রয়ের পর এটাকে বিস্ময়কর বলেই মন্তব্য করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, ‘আসলেই এটা খুব বিস্ময়কর বিষয়।’ নাদাল-জোকোভিচের সম্পর্কটা বেশ পুরনো। টেনিসের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা এই ফ্রেঞ্চ ওপেনেই ফাইনালেই মুখোমুখি হয় দুইবার। দুবারই নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্প্যানিশ তারকা নাদাল। ড্র অনুযায়ী এবারের আসরের শীর্ষ বাছাই জোকোভিচ। যেখানে রাফার ষষ্ঠ। সম্প্রতি প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী সপ্তম স্থানে ছিটকে যাওয়ার ফলেই ষষ্ঠ বাছাই নির্ধারিত হয় নাদালের ভাগ্যে। ফ্রেঞ্চ ওপেনে নাদাল অপ্রতিরোধ্য এক লড়াকু সৈনিকের নাম। এই টুর্নামেন্টকে যেন একেবারেই নিজের করে নিয়েছেন তিনি। সর্বশেষ দশবারের নয়টিতেই চ্যাম্পিয়ন নাদাল। কিন্তু এবার তার সময়টা মোটেই ভাল যাচ্ছে না। চোট আর ফর্মহীনতার সঙ্গে লড়াই করছেন তিনি। গত সপ্তাহে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েন র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। তার আগে মাদ্রিদ মাস্টার্সে প্রথমবারের মতো নাদালকে হারিয়ে ক্লে কোর্টের শিরোপা জেতেন এ্যান্ডি মারে। যে কারণে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। তবে নাদালের চোখে কোয়ার্টার ফাইনালের আগে প্রথম পর্বটাই বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে যেতে হলে আমাকে চার ম্যাচ খেলতে হবে। তাই এখন আমাকে প্রথম পর্বের লড়াইয়ের জন্যই প্রস্তুতি নিতে হবে।’ কিন্তু ফেবারিট হিসেবেই ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামবেন নোভাক জোকোভিচ। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সার্বিয়ান এই তারকা টানা ২২ ম্যাচে অপরাজিত। এছাড়াও জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি, মন্টে কার্লো এবং রোম মাস্টার্সের শিরোপা। তাই এবার স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। এছাড়া আট গ্র্যান্ডসøামজয়ী জোকোভিচ এখনও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি। যে কারণেই আরাধ্য শিরোপাটা জিতে ক্যারিয়ার গ্র্যান্ডসøাম পূর্ণ করতে মরিয়া এই সার্বিয়ান তারকা। এছাড়া অন্য কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে দ্বিতীয় বাছাই রজার ফেদেরার ও তারই স্বদেশী স্টানিসøাস ওয়ারিঙ্কার। গত এক দশকে রাফায়েল নাদালের রাজত্বে একজনই হামলা করতে পেরেছেন। তিনি হলেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যিনি ২০০৯ সালে শেষবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন। তবে বর্তমান সময়টা ভাল কাটছে না তার। তাই রোলা গ্যারোয় নিজেকে মেলে ধরার কঠিন চ্যালেঞ্জের সামনে রজার ফেদেরারও। আর তৃতীয় বাছাই এ্যান্ডি মারের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন ডেভিড ফেরার। টমাস বার্দিচ খেলতে পারেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। সেমিফাইনালে উঠলে এ্যান্ডি মারের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন শীর্ষ বাছাই জোকোভিচ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন নাদাল।
×