ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:৩১, ২৩ মে ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩০. ঞযবড়ষড়মরপধষ খবপঃঁৎব শব্দ দুটি দিয়ে কী বুঝানো হয়েছে? ক) সামান্য ইচ্ছা খ) জ্ঞানগর্ভ বক্তৃতা গ) ধর্মতত্ত্বীয় বক্তৃতা ঘ) উকিলের জেরা ৩১. কার বিশ্বাসের কাঁটা নড়ে? ক) কাদেরের খ) মকসুদের গ) ইউনুসের ঘ) মোদাব্বেরের ৩২. ২০০৫ সালে টঘঅওউঝ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ঐওঠ পজেটিভ মানুষের সংখ্যা কত? ক) ১০৯ জন খ) ৬৫৬ জন গ) ৬৫৮ জন ঘ) ৮৭৪ জন ৩৩. কবে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ঘুষ ও দুর্নীতিবিরোধী জাতিসংঘ ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে? ক) ১৯৯৩ খ) ১৯৯৪ গ) ১৯৯৫ ঘ) ১৯৯৬ ৩৪. বেগম রোকেয়া জীবনের শুরুতে ছিলেন- ক) সমাজসেবী খ) পর্দাপ্রথা বিরোধী গ) অন্তঃপুরবাসিনী ঘ) শিক্ষাবিদ ৩৫. “কুহেলি উত্তরী তলে” বলতে বোঝানো হয়েছে- ক) কুহেলিকা খ) মরীচিকা গ) কুয়াশার চাদর ঘ) শিশিরের স্নিগ্ধতা ৩৬. কোন বয়সে বিশ্বব্যাপী মহাযুদ্ধের ধ্বংস ও তান্ডবলীলা এবং দুর্ভিক্ষের হাহাকার সুকান্তকে আলোচিত করে? ক) শৈশবে খ) যৌবনে গ) পৌঢ়ত্বে ঘ) কৈশোরে ৩৭. জাতিসংঘ এইডস বিষয়ক সংস্থা টঘঅওউঝ-এর উদ্দেশ্য কী? ক) বিশ্ব এইডস দিবস ঘোষণা খ) আক্রান্তদের পুনর্বাসন করা গ) আক্রান্তদের চিকিৎসা প্রদান ঘ) মানুষকে সচেতন করে তোলা ৩৮. বরষা শব্দটি কোন শব্দ থেকে আগত? ক) বর্শা খ) বর্ষা গ) বর্ষণ ঘ) বরশা ৩৯. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কোন বিশেষ বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ক) নাটকীয়তা খ) সংলাপধর্মিতা গ) আত্মজিজ্ঞাসার সুর ঘ) হৃদয়ের হাহাকার ৪০. ′বিলাসী′ গল্পে ফুটে উঠেছে- র. বিশ শতকের সমাজচিত্র রর. রক্ষণশীল হিন্দু সমাজচিত্র ররর. সম্ভ্রান্ত ব্রাহ্মণ সমাজচিত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন - র. সাহিত্য সম্রাট রর. যুগন্ধর সাহিত্য স্রষ্টা ররর. বাংলা উপন্যাসের জনক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪২. জলকে ′বাঁকা′ হিসেবে অভিহিত করার কারণ কী? ক) প্রতিকূল পরিস্থিতি বোঝানো খ) স্রোতের বক্রতা বোঝানো গ) নদীর পরিস্থিতি বোঝানো ঘ) জলের বহমানতা বোঝানো ৪৩. ′কধৎঃড়ং′ শব্দটির অর্থ কী? ক) জনগণ খ) গণতন্ত্র গ) ক্ষমতা ঘ) প্রশাসন ৪৪. ′যৌবনের গান; অভিভাষণটির রচয়িতা কে? ক) বেগম রোকেয়া খ) কাজী নজরুল ইসলাম গ) প্রমথ চৌধুরী ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৪৫. মাত্রাবৃত্ত ছন্দের গতি কেমন হয়ে থাকে? ক) দ্রুত খ) অতিদ্রুত গ) ধীর ঘ) মন্থার ৪৬. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কবির অন্তরঙ্গ অনুভূতির সঙ্গে যুক্ত হয়েছে- ক) আধুনিক শিল্পবোধ ও শিল্পচৈতন্য খ) পূর্ববাংলার ভাষা গ) পূর্ব বাংলার জনগণ ঘ) পূর্ব বাংলার সংস্কৃতি ৪৭. কনস্টেবলের পরনে ছিল- ক) নীল কোর্তা খ) লাল কোর্তা গ) খাকি কোর্তা ঘ) কালো কোর্তা ৪৮. ‘পাঞ্জেরি’ কবিতার চরণের পর্ববিন্যাস মূলত- ক) ৫+৫+১ খ) ৫+৫+২ গ) ৬+৬+১ ঘ) ৬+৬+২ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সাত্তার সাহেব ঈদের ছুটিতে গ্রামের তরুণদের নানারকম কাজে নিয়োজিত করেছেন। কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, কেউ বাল্যবিবাহের কুফল নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করেছে। তিনি ১০ জন মানুষকে অক্ষর জ্ঞান দিয়েছেন। ৪৯. ′বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষের মধ্যে ভোগবাদী প্রবণতা বেড়ে যাচ্ছে′- এখানে ′ভোগবাদী′ কথাটির তাৎপর্য কী? ক) এপিকিউরাসের বিপথগামী শিষ্যদের পাপমূলক সুখের মতবাদ খ) এপিকিউরাসের সুখভোগের মতবাদ গ) একিকিউরাসের অন্যায় উপায়ে সুখ-শান্তি উপভোগ ঘ) এপিকিউরাসের সেই মতবাদ, যার মাধ্যম ইহজীবনে সুখ আসে ৫০. কোন শতকের প্রেক্ষাপটে বেগম রোকেয়া নারীর সমস্যাকে তুলে ধরেছেন? ক) ঊনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়া খ) ঊনিশ শতকের গোড়া ও বিশ শতকের গ) একুশ শতকের শেষ ও বাইশ শতকের গোড়া ঘ) আঠারো শতকের শেষ ও ঊনিশ শতকের গোড়া সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (গ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (গ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
×