ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে ফরিদা পারভীনের ‘সময় গেলে সাধন হবে না’

প্রকাশিত: ০৪:২০, ২৩ মে ২০১৫

আইজিসিসিতে ফরিদা পারভীনের ‘সময় গেলে সাধন হবে না’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ‘সময় গেলে সাধন হবে না’ শীর্ষক একক সঙ্গীতসন্ধ্যা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিল্পী জনপ্রিয় লালনসঙ্গীতসহ তার গাওয়া বিভিন্ন শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। ফরিদা পারভীন বিশ্বের বিভিন্ন দেশে লালনসঙ্গীত পরিবেশনে করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন। প্রাথমিক জীবনে শিল্পীর সঙ্গীতের হাতেখড়ি মাগুরা জেলায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস এবং ওসমান গণির কাছে শাস্ত্রীয়সঙ্গীতে তালিম নেন। তাঁর নজরুল সঙ্গীতের প্রথম গুরু কুষ্টিয়ার ওস্তাদ আবদুল কাদের। এরপর তিনি মেহেরপুরে মীর মোজাফফর আলীর কাছেও নজরুল সঙ্গীতে দীক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পরে লালনের গানের সঙ্গে ফরিদার যোগাযোগ ঘটে কুষ্টিয়ার গুরু মোকছেদ আলী সাঁইয়ের মাধ্যমে। ১৯৭৩ সালে ফরিদা তাঁর কাছেই ‘সত্য বল সুপথে চল’ গান শিক্ষার মাধ্যমে লালনের গানের তালিম নেন। পরে মোকছেদ আলী সাঁইয়ে মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে লালন সঙ্গীতে তালিম নেন। সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ফরিদা পারভীন ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা এশিয়ান কালচারাল সম্মাননা, ১৯৮৭ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
×