ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়ললিতা

প্রকাশিত: ০৩:৫১, ২৩ মে ২০১৫

আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন  জয়ললিতা

জয়রাম জয়ললিতা (৬৭) আবার ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। শনিবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগে শুক্রবারই নিজের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দিলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম। জয়ললিতার দল এআইএডিএমকের রাজ্য বিধানসভা-সদস্যরা মুখ্যমন্ত্রী পদে আবার জয়ললিতাকে নির্বাচিত করেছেন। শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। এরপরই জয়ললিতার পোজ গার্ডেনের বাড়িতে সেই সিদ্ধান্ত জানাতে পৌঁছন পন্নিরসেলভম ও অন্যান্য মন্ত্রীর। সেখান থেকে বেরিয়ে তামিলনাড়ুর রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুক্রবারের বৈঠকে জয়ললিতা উপস্থিত ছিলেন না। দলের ১৫০ জন বিধায়কের মধ্যে ১৪৪ জনই তখন উপস্থিত ছিলেন। ডিএমডিকে দলের পাঁচজন এমএলও সেখানে ছিলেন। আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। যে জন্য মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরে যেতে হয়। এ মাসে কর্ণাটকের আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে তাঁকে রাজ্যের বিধানসভার একটি আসনে নির্বাচিত হতে হবে। হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় জেলে যাওয়ার পর শুক্রবারই প্রথম জনসমক্ষে আসেন আম্মা। ফলে তাঁর বাড়ির সামনে সকাল থেকেই জনতার ভিড়।-এনডিটিভি।
×