ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে ব্যবসায়ী অপহরণ ॥ প্রতিবাদে ধর্মঘট

প্রকাশিত: ০৫:৫৩, ২২ মে ২০১৫

কুড়িগ্রামে ব্যবসায়ী অপহরণ ॥ প্রতিবাদে ধর্মঘট

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল মোত্তালেব চাঁদ মিয়াকে (৪৫) অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহরণকারীরা প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করায় পুলিশ তাদের শনাক্ত করতে পারেনি। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে অপহৃত ব্যবসায়ীর ছোট ভাই প্রভাষক রুহুল ইসলাম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। অপহৃত চাঁদ মিয়াকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে পাগলারহাট ব্যবসায়ী সমিতি। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ আবু মইন মোঃ দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃরণ মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চলছে। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন জানান, মোবাইল ট্রেকিং করে বর্তমানে তাদের অবস্থান নারায়ণগঞ্জে শনাক্ত করা হয়েছে। অপহরণকারীদের অবস্থান কুড়িগ্রাম জেলার বাইরে হওয়ায় দ্রুত আমাদের ব্যবস্থা নেয়ার সুযোগ কম। তবে র‌্যাব ও পুলিশের বিশেষ টিম অপহৃতকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। বগুড়ায় পিলু স্মৃতি পদক পেলেন জনকণ্ঠের নয়ন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার প্রয়াত সংস্কৃতজন মতিয়র হোসেন পিলু স্মৃতি পরিষদের উদ্যোগে স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সাহিত্য, সাংবাদিকতা ও সমাজ সেবায় ৩ জনকে পদক দেয়া হয়েছে। মতিয়র হোসেন পিলুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে পদক তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন-সাহিত্যে বিশিষ্ট কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহিদুল্লাহ, সমাজ সেবায় মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল ও সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন। শহরের কাটনার পাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন পিলু স্মৃতি পরিষদের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ। ড. সামির হোসেন মিশুর পরিচালনায় স্মরণ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, কবি মাহমুদ হোসেন পিন্টু, দৌলতুজ্জামান দৌলত, মীর্জা আহছানুল হক দুলাল, রতন খান, একেএম জাহিদুর রহমান দুলাল, আব্দুল খালেক প্রমুখ।
×