ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিওএ’র বক্সিং কোচেস কোর্স

প্রকাশিত: ০৩:৫৫, ২২ মে ২০১৫

বিওএ’র বক্সিং কোচেস কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় অলিম্পিক সলিডারিটি বক্সিং কোচেস কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের ডাচ্ ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সহসভাপতি শেখ মোঃ মারুফ হাসান। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহসভাপতি ও অলিম্পিক সলিডারিটি কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. এ. কুদ্দুস খান, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং বক্সিং ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সৈয়দ শাহেদ রেজা তার বক্তব্যে বলেন, বক্সিং ক্রীড়ায় ভাল করার যে কোন উদ্যোগকে বিওএ আন্তরিকভাবে সহযোগিতা করবে। আবার লাহোর, আবার আহসান রাজা! স্পোর্টস রিপোর্টার ॥ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে প্রাণপণ চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেই প্রচেষ্টার সুফল ৬ বছর পর পেতে যাচ্ছে তারা। আজ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচ শুরু হয়ে গেলেই আন্তর্জাতিক ক্রিকেটের পুনর্যাত্রা শুরু হবে পাকিস্তানের মাটিতে। ২০০৯ সালের ৩ মার্চ লাহেরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গী হামলার পর থেকে আর পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সে হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন চলমান দ্বিতীয় টেস্টের আম্পায়ার আহসান রাজাও। আজ দীর্ঘ ৬ বছর পর সেই লাহোর এবং সেই আহসান রাজাই থাকছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। লাহোর আক্রমণে আহসান রাজা লিভার ও ফুসফুসে স্পিøন্টারের আঘাত পেয়েছিলেন। ২০০৯ সালের ৩ মার্চ তিনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দিকে গাড়ি করে যাচ্ছিলেন দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ পরিচালনার জন্য।
×