ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই মুম্বাই ফাইনালে

প্রকাশিত: ০৬:৪৪, ২১ মে ২০১৫

সেই মুম্বাই ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ইতিহাসের সেরা ‘ইউটার্নে’-এর ইতিহাসই গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রুপ পর্বে ম্যাচে ১৪টি- প্রথম ৬টির মধ্যে ৫টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে যাওয়া, অতঃপর শেষ ৮টির ৭টিতে জয়! অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর অনন্য নজির স্থাপন করে সবার আগে ফাইনালে রোহিত শর্মার দল। মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে ‘কোয়ালিফাই-১’ ম্যাচে শক্তিধর চেন্নাই সুপার কিংসকে ২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় শিরোপার এক কদম দূরে ইন্ডিয়ান্সরা। দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা লেন্ডল সিমন্স (৫১ বলে ৬৫) ও কাইরেন পোলার্ডের (১৭ বলে ৪১) দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৭ রানের বড় স্কোর গড়ে মুম্বাই। জবাবে ১৬২ রানে অলআউট হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা পোলার্ড। ২০১৩ সালের শিরোপাজয়ী মুম্বাই রানার্সআপ হয়েছিল ২০১০-এ। এবার অষ্টম আসরে নিজেদের তৃতীয় ফাইনালে দ্বিতীয় শিরোপার হাতছানি রোহিত শর্মাদের সামনে। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরামের সতর্ক বার্তা স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বাংলাদেশ সফর নিয়ে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানী গ্রেট ওয়াসিম আকরাম। দল হিসেবে টাইগাররা অভূতপূর্ব উন্নতি করেছে এবং ঘরের মাটিতে তারা সত্যিকারের বাঘ বলে মন্তব্য করেছেন সাবেক ‘স্পিডস্টার’। ‘দল হিসেবে বাংলাদেশ যে যথেষ্ট উন্নতি করেছে, তার বড় প্রমাণ বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল তারা। আর ঘরের মাটিতে পাকিস্তানকে তো রীতিমতো লজ্জায় ডুবিয়েছে। সুতরাং সফরটা কোন রকম হালকাভাবে নিলে ভারতকে খেসারত দিতে হবে!’ বলেন তিনি। বাংলাদেশের শক্তির পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন আকরাম। ‘মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে টিমটা ধুরন্ধর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমারও প্রিয় ক্রিকেটার। ব্যাট হাতে অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গে ধারাবাহিক মুশফিকুর রহীম। সঙ্গে কয়েকজন প্রতিভাবান তরুণ মিলে রঙ্গিন পোশাকের বাংলাদেশ দল এখন যে কোন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম।’
×