ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএম কলেজ ছাত্রলীগে দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৪৭, ২০ মে ২০১৫

বরিশালে বিএম কলেজ ছাত্রলীগে দু’গ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ হোস্টেলের সিট দখলকে কেন্দ্র সোমবার রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী ও মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র সুমন হালদার ও অনার্স শেষ বর্ষের ছাত্র মনি শঙ্করকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, কলেজের হিন্দু হোস্টেলের ২০ নম্বর কক্ষের একটি সিট বেশ কয়েকদিন আগে খালি হয়। ওই সিটটি ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাতের অনুসারী সুমন হালদার দখলে নিয়ে মনি শঙ্কর নামের এক ছাত্রকে থাকতে দেয়। এ ঘটনায় ওই কক্ষে বসবাসরত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিমের অনুসারী সাধন ও স্বপন ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করেন। এনিয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উভয় গ্রুপের মধ্যে বাগ্বিত-ার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পাবনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বেড়া উপজেলার কৈটোলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, কৈটোলা গ্রামে জমিসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সামা গ্রুপের সঙ্গে বিএনপি নেতা মোশারফ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এর পরই দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১৫জন আহতের ঘটনা ঘটে। বরিশালে ইউপির শূন্যপদে তফসিল ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার ৫নং রতœপুর ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের শূন্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসার জানান, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার হিসেবে তিনি ঘোষিত ওই শূন্য আসনে সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৪ মে, ২৫ মে মনোনয়নপত্র বাছাই, ৩১ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৪ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
×