ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নজরুলের হাজার গান নিয়ে ফেরদৌস আরা

প্রকাশিত: ০৬:২৯, ১৯ মে ২০১৫

নজরুলের হাজার গান নিয়ে ফেরদৌস আরা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে নতুন এ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এরই মধ্যে বেশকিছু গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। গানগুলো ‘নজরুলসঙ্গীত সমগ্র’ নামে খ- খ- আকারে প্রকাশ হবে বলে তিনি জানিয়েছেন। এতে নজরুলের অপ্রচলিত গানগুলোই প্রাধান্য পাবে। এ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, এর আগে আমি নজরুলসঙ্গীতের দুটি খ- প্রকাশ করেছি। প্রথমটিতে ৯টি এবং দ্বিতীয়টিতে ১২টি গান ছিল। তবে এবার নজরুলের গান নিয়ে অনেক বড় কাজ করছি। একক কণ্ঠে আমি হাজার গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত আছি। লং প্লে, গ্রামোফোনে নজরুলের যেসব গান শোনা যেত, প্রথমে সেগুলো রেকর্ড করছি। আমার কণ্ঠে নজরুলের হাজার গান প্রকাশের উদ্যোগ নিয়েছে ইমপ্রেস অডিও ভিশন। তিনি আরও জানান, শুদ্ধ বাণী ও সুর ঠিক রেখে নজরুলের গান বিভিন্ন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নিয়েছি। ভারত ও বাংলাদেশে নজরুলের গান নিয়ে এ ধরনের কাজ এর আগে কেউ করেননি। তাই কাজটি অনেক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিজ দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জানা গেছে, আসছে নজরুলজয়ন্তীতে (২৪ মে) ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে এক সঙ্গে দুটো খ- প্রকাশিত হবে। এদিকে, নজরুলসঙ্গীতের পাশাপাশি দেশাত্মবোধক গানের একটি এ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছেন ফেরদৌস আরা। তবে এখনও পর্যন্ত তিনি এর কাজ শুরু করেননি।
×