ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেক্সাসে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে গুলি বিনিময়ে নিহত ৯

প্রকাশিত: ০৬:২৪, ১৯ মে ২০১৫

টেক্সাসে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে  গুলি বিনিময়ে নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের সদস্যদের মধ্যে রবিবার গুলি বিনিময়ে ৯ নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধটি পার্কিং লটে সংঘটিত হয়। স্থানীয় সাংবাদিকদের পুলিশ জানায়, পাঁচ প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে কাছের একটি রেস্তরাঁয় খেতে বসা লোক ক্রসফায়ারে আহত হন। খবর এএফপির। রবিবার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণি এলাকায় টুইন পিকস স্পের্টস বার এ্যান্ড গ্রিল নামের একটি রেস্তরাঁর সামনে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ওয়াকো ট্রিবিউন-হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে গুলি শুরু হলে ওই রেস্তরাঁর গাড়ি রাখার জায়গা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মাইকেল লোগান নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত ৩০টি অস্ত্র থেকে কয়েক শ’ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন, হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে ওয়াকো পুলিশ জানিয়েছে। ওই রেস্তরাঁয় যারা খেতে এসেছিলেন এবং যারা কাজ করছিলেন, তারা সবাই গুলি থেকে বাঁচতে খাবার রাখার একটি হিমঘরে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পাহারা দিয়ে তাদের সরিয়ে নেয়। ওয়াকো পুলিশের ধারণা, রেস্তরাঁর পার্কিং স্পেসে বাইক রাখার জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বাইকারদের পাঁচটি দল এ ঘটনায় জড়িত ছিল। স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় কিলঘুষি দিয়ে। এরপর চেন, গদা, ছুরি এবং শেষপর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গোষ্ঠীগুলো রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেয়। বলেন তিনি, ‘আমার ৩৪ বছরের পুলিশের চাকরিতে এমন ঘটনা আমি খুব বেশি দেখেনি।
×