ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জবিতে যাত্রাপালা ‘বাঙালি’

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ মে ২০১৫

জবিতে যাত্রাপালা ‘বাঙালি’

স্টাফ রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগের (ড্রামা) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় আজ সোমবার মঞ্চস্থ হবে পালাসম্রাট ব্রজেন্দ্র কুমার দে রচিত যাত্রাপালা ‘বাঙালি’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ‘বাঙালি’ যাত্রাপালাটি বিভাগের প্রথম প্রযোজনা এবং প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে। প্রশিক্ষক হিসেবে আছেন যাত্রানট মিলন কান্তি দে এবং পালাটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল হালিম প্রামাণিক। পালাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেনÑ সুব্রত ঘোষ, প্রজ্ঞা প্রতীতি সাহা, নুর হোসেন, বাসার হুসাইন, লিয়া আকতার, সুমী সরকার, সুভদ্র দেবনাথ, আনিসুজ্জামান আসাদ, সাবিত সিয়াম, মোশাহেদ মিলন, ফরহাদ হোসেন, মেহেদী হাসান শুভ, অমিত সাহা, রুমনা আলী ইলমা, শাহনাজ আক্তার, কাদেরুজ্জামান সরকার কমল প্রমুখ। লেখক পালায় কাল্পনিক কাহিনীর আশ্রয়ে বহু বিখ্যাত চরিত্রের নবমূল্যায়ন করেছেন। পালাটি এই ধারাবাহিকতার অক্ষয় কীর্তি। বাংলার নবাব দায়ুদ খাঁ এবং নাজির মোবারকের সঙ্গে দাঁড়ানোর কথা এতে বিস্তৃত হয়েছে। পালাটি কলকাতার দাঙ্গা এবং নোয়াখালীর মরণযজ্ঞের ওপর ভিত্তি করে লেখা। এতে নিপীড়িত হিন্দুর নালিশ মুসলমানেরাই মুসলমানের দরবারে পেশ করেছে। এই পালার বিষয়বস্তু সাম্য-সম্প্রীতির চেতনা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তুলে ধরা হয়েছে।
×