ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জা মেহেদি ইস্পাহানির জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ মে ২০১৫

মির্জা মেহেদি  ইস্পাহানির জন্মবার্ষিকী  পালিত

প্রয়াত মির্জা আহমেদ ইস্পাহানির ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ মে মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুল প্রাঙ্গণে পবিত্র কোরান পাঠ, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই খ্যাতিমান শিল্পপতি একাধারে ছিলেন একজন শিক্ষানুরাগী, এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান এবং উক্ত স্কুলটির প্রতিষ্ঠাতা। বিশেষ দিনটিতে স্কুল কর্তৃপক্ষ চিত্রাঙ্কন এবং প্রয়াত চেয়ারম্যানের জীবনের ওপর রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করে। স্কুলের প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা একটি ‘দেয়ালিকা’ প্রকাশ করে। স্কুলের প্রধান শিক্ষক এসএম মজিবর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি তার সমাপনী বক্তব্যে মির্জা মেহেদি ইস্পাহানির নাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে ইস্পাহানি পরিবারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। -বিজ্ঞপ্তি
×