ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মে ২০১৫

নওগাঁয় সরকারীভাবে  ধান-চাল সংগ্রহের কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ চলতি বোরো মৌসুমে খাদ্যে উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলা থেকে সরকার চালকল মালিকদের কাছ থেকে ৬৩ হাজার ৯৪৯ মে. টন চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ৪ হাজার ২২৮ মে. টন ধান কেনার কর্মসূচী নিয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নওগাঁ জেলার ১১ উপজেলার ১৯টি এলএসডির মাধ্যমে উল্লিখিত পরিমাণ ধান ও চাল কেনা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারীভাবে ধান এবং চাল কেনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে খাদ্য বিভাগ। উপজেলাভিত্তিক বিভাজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলছে চালকল মালিকদের সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ। চুক্তি সম্পাদন সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আর কৃষকরা ইতোমধ্যেই জেলা সদরসহ ১১ উপজেলার খাদ্য গুদামগুলোতে সরাসরি বিক্রি করতে শুরু করেছে তাদের উৎপাদিত ধান। সরকারীভাবে ধান-চাল সংগ্রহের প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে নওগাঁর কৃষক ও চালকল মালিকরা ব্যস্ত সময় পার করছেন। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২২ টাকা কেজি দরে ধান এবং চালকল মালিকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
×