ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোপা আমেরিকা ফুটবল, ব্রাজিল দলে কাকা

সুয়ারেজবিহীন উরুগুয়ে দল

প্রকাশিত: ০৬:৩১, ১৫ মে ২০১৫

সুয়ারেজবিহীন উরুগুয়ে দল

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে বাদ দিয়ে আসন্ন কোপা আমেরিকা কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে উরুগুয়ে। ফিফার নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজকে দলে রাখেননি আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলের কোচ অস্কার তাবারেজ। সোমবার ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক উরুগুয়ে দলে জায়গা হয়নি জুভেন্টাস ডিফেন্ডার কাসেরেস ও হালসিটির মিডফিল্ডার গাস্টন রামিরেসের। দু’জনই ইনজুরিতে ভুগছেন। ২৭ জনের দল থেকে চারজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল বানাবেন উরুগুয়ে কোচ। সবচেয়ে বেশি ১৫ বার কোপা আমেরিকা জেতা উরুগুয়ে এবারের আসরে গ্রুপপর্বে আর্জেন্টিনা, জ্যামাইকা ও প্যারাগুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১১ জুন থেকে চিলিতে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ব্রাজিল বিশ্বকাপের সময় কামড় কা-ের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। বিশ্বকাপ পরবর্তী সময়ে ক্লাব ফুটবলে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনও আন্তর্জাতিক পর্যায়ে মেয়াদ শেষ হয়নি। এজন্যই বার্সা তারকার খেলা হচ্ছে না কোপা আমেরিকায়। এদিকে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে ঘোষিত ২৩ জনের দলে ছিলেন না ওরল্যান্ডো সিটির এই ফুটবলার। পরে আরও সাতজনের সঙ্গে তাকেও দলে ডেকেছেন কোচ কার্লোস দুঙ্গা। তবে প্রাথমিক দলে নতুন সাত ফুটবলার যোগ হলেও জায়গা হয়নি বার্সিলোনার ডিফেন্ডার দানি আলভেসের। দলে চোটের কারণে নেয়া হয়নি চেলসির মিডফিল্ডার অস্কারকে। আগামী ১ জুন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ দুঙ্গা। ২০২০ অলিম্পিকে ক্রিকেট স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে পারে ক্রিকেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, এ আসরে অনেক নতুন ইভেন্ট যুক্ত হতে যাচ্ছে। এতে জায়গা পেতে পারে টি২০ ক্রিকেটও। বিশ্বের সর্ববৃহৎ আসরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ৩৩টি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের প্রায় সকল সংস্থাকেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যে কারণে আগামী পাঁচ বছর পর টোকিও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও জাপানে বেসবল ও সফটবল জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত। এছাড়া স্কোয়াশ, কারাটে ও সার্ফিংসহ ক্রিকেট টোকিও গেমসে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা জেগেছে। টোকিও গেমস আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২২ জুন বিভিন্ন ইভেন্টের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা আগস্টে উপস্থাপন করা হবে। এরপর সেপ্টেম্বরের শেষ নাগাদ আয়োজক কমিটি তাদের সুপারিশ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে পাঠাবে। উল্লেখ্য, অলিম্পিকের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০১৬ সালে ব্রাজিলের রিওতে।
×