ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাবুলে বন্দুকধারীদের হামলায় দুই ভারতীয়সহ নিহত ৫

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মে ২০১৫

কাবুলে বন্দুকধারীদের হামলায় দুই ভারতীয়সহ নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক অতিথিশালায় অস্ত্রধারীরা বুধবার রাতে কয়েক ঘণ্টার অবরোধ করে অন্তত ২ জন ভারতীয় ও ১ জন মার্কিন নাগরিকসহ ৫ জনকে হত্যা করেছে। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে তাদের হাতে ৩ বন্দুকধারী নিহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে অবরোধের অবসান হয়। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। পার্ক প্যালেস অতিথিশালা অবরোধের দায়িত্ব তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি কোন গ্রুপ। কিন্তু তালেবান তাদের বসন্তকালীন আক্রমণ উদ্যোগ শুরু করার সময়ে এ অবরোধ ঘটনা ঘটল। তালেবান এর আগে, বিদেশী নাগরিকরা যাতায়াত করেন এমন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আফগান সেনাবাহিনী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশী সৈন্যদের সম্পূর্ণ সহায়তা ছাড়া বিদ্রোহীদের বিরুদ্ধে বসন্তকালীন লড়াইয়ে এই প্রথম সম্মুখীন হলো। প্লাস্টিক বেবি দেখতে রবারের পুতুলের মতো শিশুই হলো প্লাস্টিক বেবি। পাঞ্জাবের অমৃতসরে সম্প্রতি এমনই এক শিশুর জন্ম হয়েছে। সরীসৃপের মতো শরীর থেকে খসে পড়ে চামড়া। প্রতি ৬ লাখে একটি শিশু প্লাস্টিক বেবি হিসেবে জন্ম নেয়ার সম্ভাবনা থাকে। বিজ্ঞানের ভাষায় এদের বলে কলোডিয়ান বেবিজ। এ ধরনের শিশুকে কেউ স্পর্শ করলে সে কান্না শুরু করে। এসব বেবির মুখ একেবারে মাছের মতো। চোখ ও ঠোঁট টুকটুকে লাল। - জি নিউজ চকোলেট শিল্পকর্ম কয়েক বছর আগে শুরু হওয়া চকোলেট পেইন্টিংয়ের এক প্রদর্শনী সম্প্রতি হয়ে গেল রাশিয়ার মস্কোতে। সেখানকার এক বুটিকে স্থান পেয়েছে বিশ্বনেতাদের ছবি দিয়ে তৈরি ললিপপ। এটি এখন একটি শিল্প। বিশ্বনেতাদের ছবির পাশাপাশি অড্রে হেপবার্ন, চার্লি চ্যাপলিন, ভেনিস নগরীর খাল ও গর্জনরত সিংহের ছবিও এখানে স্থান পেয়েছে। একাজগুলো খুবই সম্মানের। প্রতিটি চিত্রকর্মের দাম ১ হাজার ডলার ।- এএফপি
×