ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিআইবির নির্বাহী পরিচালক জিপিএসএ পুরস্কারে ভূষিত

প্রকাশিত: ০৮:২৪, ১৪ মে ২০১৫

টিআইবির নির্বাহী পরিচালক জিপিএসএ পুরস্কারে ভূষিত

স্টাফ রিপোর্টার ॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর সোশ্যাল একাউন্টিবিলিটি (জিপিএসএ) পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বচ্ছতা ও সুশাসনের জনদাবি সৃষ্টিতে অনন্য অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ড. জামান ছাড়াও আফ্রিকা, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও মধ্য এশিয়া, ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল থেকে সরকার ও সুশীল সমাজের আরও পাঁচ ব্যক্তিত্ব প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কারে ভূষিত হন। এছাড়াও একজনকে একটি বিশেষ আজীবন সম্মাননাও প্রদান করা হয়। পুরস্কারের জন্য আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, বাংলাদেশে প্রতিবাদের পরিসর সংকুচিত হওয়া সত্ত্বেও ড. জামান স্বচ্ছতা ও সুশাসনের জন্য জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেছেন। তার দক্ষ নেতৃত্বের ফলে টিআইবি এরই মধ্যে দেশে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক, আইনী এবং নীতি কাঠামোতে অনেক সফল উদ্যোগ বাস্তবায়িত করেছে।
×