ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন

বাকৃবির প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা

প্রকাশিত: ০৬:২৭, ১৪ মে ২০১৫

বাকৃবির প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা

বাকৃবি সংবাদদাতা ॥ ৩৬ দিন ধরে ভিসি নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। এপ্রিল মাসে বেতন-ভাতা পাননি বিশ্ববিদ্যালয় পরিবারের কেউই। বেতন না পেয়ে বিক্ষোব্ধ হয়ে বুধবার প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। জানা যায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, হল, অনুষদীয় ভবন, খামার থেকে কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে জমায়েত হয়। পরে তারা প্রশাসন ভবনে এবং কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে প্রশাসন ভবন এবং কোষাধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে আসেন কর্মকর্তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে ভিসির স্বাক্ষর অপরিহার্য। নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরামে’র আন্দোলনের মুখে গত ৭ এপ্রিল অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ান ভিসি অধ্যাপক ড. মোঃ রফিকুল হক। গাজীপুরে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার ॥ আটক ১ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ মে ॥ গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে অপহৃত এক শিশুকে নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আটপাড়া থানা পুলিশ গ্রামবাসীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। অপহৃত শিশুর নাম মেরাজুল কবির রিফাত(৫)। সে লালমনিরহাটের আদিতমারি উপজেলার জনৈক আনোয়ার হোসেনের ছেলে। এ সময় আরিফ নামে এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অপহৃত রিফাতের বাবা আনোয়ার হোসেন গার্মেন্টে চাকরির সুবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া থাকেন। অন্যদিকে অপহরণ চক্রের সদস্য আটপাড়ার খিলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে আরিফ (২২) এবং আহাম্মদ হোসেনের ছেলে বিদ্যা মিয়াও(২৩) ওই একই এলাকায় গার্মেন্টে কাজ করে। মঙ্গলবার বিকালে আরিফ ও বিদ্যা মিয়া আরও দুই অপহরণকারীর সহযোগিতায় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কৌশলে শিশুটিকে অপহরণ করে নেত্রকোনার আটপাড়ার খিলা গ্রামে নিয়ে আসে। কিন্তু খিলা গ্রামের কেউ আশ্রয় না দেয়ায় বুধবার সকালে তারা শিশুটিকে নিয়ে পার্শ¦বর্তী দৌলতপুর গ্রামে যায়।
×