ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুনাফা কমল সুজুকির

প্রকাশিত: ০৫:০১, ১৪ মে ২০১৫

মুনাফা কমল সুজুকির

অর্থনৈতিক রিপোর্টার ॥ ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বার্ষিক পরিচালন মুনাফা কমেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকির। নিজ দেশে চাহিদা কম থাকা ও ভারতের বাজারে প্রত্যাশা অনুযায়ী আয় করতে না পারায় প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, জাপানের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে পরিচালন মুনাফা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। এ বছর পরিচালন মুনাফা হয়েছে ১৭৯ দশমিক ৪২ বিলিয়ন ইয়েন। ২২ দশমিক ২ বিলিয়ন ইয়েন অর্জন সত্ত্বেও বহির্বিশ্বে এর মান না থাকায় লোকসান গুণতে হয়েছে কোম্পানিটিকে। মার্সেলের প্রবৃদ্ধি ৪০ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কেট শেয়ার বাড়াতে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ। গত বছর এই প্রবৃদ্ধি ছিল ৩০-৩৫ শতাংশ। ইতোমধ্যে মার্সেল ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, মোটরসাইকেল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। অভ্যন্তরীণ বাজারের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়েছে এই ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মার্কেটে শেয়ার বাড়াতে নতুন ও বৈচিত্র্যময় মডেলের পণ্য বাজারে ছাড়া হয়েছে। দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি। বর্তমানে ৩০ থেকে ৩৫ মডেলের ফ্রিজ এবং ৪৫টি মডেলের এলইডি ও সিআরটি টিভি বাজারে পাওয়া যাচ্ছে। আর এসি রয়েছে ৩ মডেলের। দামে সাশ্রয় এবং ৬ মাসের রিপ্লেসমেন্ট সেবা দেয়ায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আসন্ন অর্থবছর থেকে বিদেশেও পণ্য রফতানির উদ্যোগ নেয়া হচ্ছে।
×