ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৬:২৬, ১৩ মে ২০১৫

ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসির সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। ২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। দিনভর বিক্রেতাশূন্য এনবিএল অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শুরুর মাত্র দেড় ঘণ্টায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। দিনশেষেও বিক্রেতাশূন্য ছিল। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকে আগামী বছরের জন্য লভ্যাংশ প্রদানের সুপারিশ আসতে পারে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত এনবিএলের স্ক্রিনে সর্বশেষ ২৭ লাখ ৪৬ হাজার ৩৭২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ১১ টাকা ৮০ পয়সায়। সোমবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ১০ টাকা ৮০ পয়সা।
×