ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোমালিয়ায় মার্কিন দূতের মনোনয়ন প্রত্যাহার ওবামার

প্রকাশিত: ০৬:২৪, ১৩ মে ২০১৫

সোমালিয়ায় মার্কিন দূতের মনোনয়ন প্রত্যাহার ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমালিয়ায় নিয়োগের জন্যে যে দূতকে মনোনয়ন দেয়া হয়েছিল সোমবার তা প্রত্যাহার করে নিয়েছেন। গত ২৪ বছরে এই প্রথম সোমালিয়ার জন্য আমেরিকার কোন দূতকে মনোনয়ন দিয়েছেন। হোয়াইট হাউস এ কথা জানায়। খবর এএফপির। আফ্রিকান বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ক্যাথরিন ধানানি সোমালিয়ায় মনোনয়ন পাওয়া প্রথম রাষ্ট্রদূত। ১৯৯১ সালের পর এই প্রথম সোমালিয়ার জন্য আমেরিকার কোন দূতকে মনোনীত করা হয়েছিল। কিন্তু তিনি আর থাকছেন না। এমন খবরই নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। একজন প্রশাসনিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ব্যক্তিগত বিভিন্ন কারণে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।’ বিপন্ন প্রজাতির বানর চুরি ফ্রান্সের একটি চিড়িয়াখানা থেকে এক সপ্তাহের মধ্যে বিপন্ন প্রজাতির ১৭টি বানর চুরি হয়ে গেছে। বানরগুলোর মধ্যে ৭টি গোল্ডেন লায়ন ট্যামারিন এবং ১০টি সিলভার মারমোসেট। অত্যন্ত বিরল প্রজাতির বিপন্ন এসব বানর আন্তর্জাতিক প্রজনন কর্মসূচীর অংশ। এ প্রজাতির বানরকে খাওয়ানো অনেক কঠিন কাজ। চুরির ঘটনা কিভাবে ঘটল সে -এএফপি ১৮ কোটি ডলারের চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে দামী চিত্রশিল্পে পরিণত হয়েছে স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর আঁকা উইমেন অব আলজিয়ার্স চিত্রকর্মটি। নিউইয়র্কের নিলামকারী সংস্থা ক্রিস্টি নিলামে পিকাসোর চিত্রকর্মটি ১৭ কোটি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছে। টেলিফোনে অজ্ঞাত এক ক্রেতা এটি কিনেছেন। যদিও চিত্রকর্মটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ১৪ কোটি ডলার। পিকাসোর এই তেলচিত্রটিতে উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে। -ওয়েবসাইট
×