ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবায়নযোগ্য জ্বালানি স্কিমের নতুন নির্দেশনা

প্রকাশিত: ০৬:২২, ১২ মে ২০১৫

নবায়নযোগ্য জ্বালানি স্কিমের নতুন নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নবায়নযোগ্য জ্বালানির পুনঃঅর্থায়ন স্কিমের অর্থ আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক সার্কুলারের মাধ্যমে রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, সাময়িকভাবে নিরীক্ষা কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ্যাসোসিয়েশন অব এনার্জি ইঞ্জিনিয়ার্স কর্তৃক নিবন্ধিত এনার্জি অডিট ফার্ম দ্বারা সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অডিট ফার্মের গ্রহণযোগ্যতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব বিবেচনায় নির্ধারণ করবে। সম্পূর্ণ দেশি এনার্জি অডিটর দ্বারা প্রস্তুতকৃত অডিট রিপোর্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দিয়ে প্রত্যায়িত হতে হবে।
×