ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে প্রভাবশালীদের হামলা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মে ২০১৫

নাটোরে প্রভাবশালীদের  হামলা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা

সংবাদদাতা, নাটোর, ১১ মে ॥ নাটোরের গুরুদাসপুরে প্রভাবশালীদের ভয়ে জীবন সরকার গেদু নামের এক মুক্তিযোদ্ধা পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে থেকে উপজেলার চরকাদহ ঈদগাহ কমিটি ও গ্রামের কয়েক মাতব্বরের সঙ্গে মুক্তিযোদ্ধা জীবন সরকারের বাড়ির জায়গা ও পুকুর নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩ মে জীবন সরকার প্রয়োজনীয় কাজে স্থানীয় সিধুলী ইউনিয়ন পরিষদে গেলে তহশীলদার মোফাজ্জল ইসলাম মুক্তিযোদ্ধা জীবন সরকারকে স্থানীয় ভূমি অফিসে ডেকে পাঠান। এ সময় ভূমি অফিসার খাস পুকুর নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভূমি অফিসার স্থানীয় চরকাদহ ঈদগা কমিটিকে খাস পুকুর ভোগ দখলের বিষয়ে নোটিস জারি করে। এ নোটিস জারিতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ঈদগাহ কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃতে উদবারিয়ার শাহিন, এবং চরকাদহ গ্রামের ইব্রাহিমসহ একদল দুর্বৃত্ত ৫ মে রাতে মুক্তিযোদ্ধা জীবন সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে যান।
×