ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ১

প্রকাশিত: ০৬:৪৭, ১১ মে ২০১৫

যুক্তরাষ্ট্রে টর্নেডোর  আঘাতে  নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার টর্নেডোর আঘাতে একজনের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হয়েছে। টেক্সাসের জাতীয় আবহাওয়া বিভাগ ইস্টল্যান্ড কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। খবর এএফপি’র। যৃক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাটি আরকানসাস, কলোরাডো, কানসাস, নেব্রাস্কা, ওকলাহোমা ও টেক্সাসের বেশ কয়েকটি অংশের টর্নেডো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টেক্সাসের এ্যালিংটন, ডালাস, গ্র্যাল্যানড, ফোর্ট ওর্থ এবং প্ল্যানোর মতো নগরীর অপেক্ষাকৃত ছোট এলাকাগুলোতে টর্নেডোর ঝুঁকির আশংকা বেশি। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় একজন সাবেক সরকারী কর্মকর্তাকে পরমাণু অস্ত্র সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টার দায়ে অভিযুক্ত করেছে। মার্কিন আদালত এ সংক্রান্ত যেসব নথিপত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ও পরমাণু নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তা চার্লস এ্যাকলেস্টন গত জানুয়ারিতে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন পরমাণু নথিপত্র হাতিয়ে নেয়ার চেষ্টা চালা।
×