ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাধিক নাটক টেলিফিল্ম নির্মাণে আদিত্য জনি

প্রকাশিত: ০৬:৩৬, ১১ মে ২০১৫

একাধিক নাটক টেলিফিল্ম নির্মাণে আদিত্য জনি

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ নাট্য নির্মাতা আদিত্য জনি। একাধিক নাটক ও টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ব্যস্ত আছেন আরও কয়েকটি ঈদের নাটক নির্মাণ নিয়ে। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আদিত্য জনির প্রথম নির্মিত একক নাটক ছিল ‘প্রথম ভালবাসা’। নাটকের নাট্যকার ছিলেন লিটন ভূঁইয়া। নাটকের চিত্রগ্রহণ করেছিলেন দেশের জনপ্রিয় চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। দ্বিতীয় নাটক ছিল লিটন ভূঁইয়া রচিত ‘অজ্ঞাতবাস’। এর পর তিনি ‘চোখের আলো’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। এটিরও রচিয়তা ছিলেন লিটন ভূঁইয়া। এরপর সম্প্রতি নির্মাণ শেষ করেছেন শারমিন চৌধুরী ঈফশিতা রচিত ‘পাশে থাকাই কাছে থাকা নয়’ নামের একটি নাটক। দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দিতির সঙ্গে যৌথ পরিচালনায় নির্মাণ করেন টেলিফিল্ম ‘অতিথি’। এছাড়া অতি সম্প্রতি শেষ করেছেন শারমিন চৌধুরী ঈফশিতা রচিত এক ঘন্টার নাটক ‘অনুক্ষণে অনুভবে’, লিটন ভূঁইয়া রচতি টেলিফিল্ম ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ এর কাজ। এগুলো আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। আদিত্য জনি আরও কিছু নাটক আর টেলিফিল্ম শূটিং করবেন কক্সবাজারে। নির্মিতব্য নাটকগুলোর মধ্যে ‘নোনাজল’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘এই আমি সেই তুমি’ অন্যতম। অতি সত্তরই এ নাটকগুলোর শূটিং শুরু করবেন বলে জানান আদিত্য জনি। নাটক টেলিফিল্মের পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করবেন কি না। এ প্রসঙ্গে জনি বলেন, চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে। তবে শতভাগ বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করব। যাতে চলচ্চিত্রটি নিজ নিজ জেলার হলে বসে সাধারণ দর্শকরা দেখতে পারে। শুধুই ঢাকার হলের জন্য কোন চলচ্চিত্র বানাতে আগ্রহী নন তিনি। তিনি বলেন বিদেশী এ্যাওয়ার্ডের চেয়ে আমার দেশ আর দেশের দর্শক বেশি গুরুত্বপুর্ণ। আমি আমার কাজের মাধ্যমে সেটাই তুলে ধরা চেষ্টা করছি। একজন সফল পরিচালক হিসেবে আদিত্য জনি বরাবরের মতো ভাল নির্মাণের মাধ্যমে তার মেধার স্বাক্ষর রাখবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×